Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ

করোনা ভাইরাসের প্রভাবে ভারতে জারি হ‌ওয়া লকডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন। বিগত কয়েক মাসে সামনে আসা বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে এই দুটি কোম্পানির ইউজারের সংখ্যা ক্রমাগত কমে চলেছে। শুধুমাত্র গত মে মাসে এই কোম্পানিদুটি মিলিতভাবে 94 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছে। আবার অন‍্যদিকে রিলায়েন্স জিওর গ্ৰাহক সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল POCO X3 এর ডিজাইন ও ফিচার, জেনে নিন এর বিশেষত্ব

প্রতিযোগিতায় এগিয়ে Jio ও BSNL

ট্রাইয়ের জারি করা লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জিও মে মাসে 36.577 লক্ষের‌ও বেশি নতুন ইউজার পেয়েছে। শুধুমাত্র জিও নয়, দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এর ক্ষেত্রেও সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। বিএস‌এন‌এল এই চক্করে 2 লক্ষের‌ও বেশি ইউজার পেয়েছে।

Airtel ও Vodafone ক্ষতির মুখে

লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোডাফোন আইডিয়া। গত তিন মাসে এক কোটি পঞ্চান্ন লক্ষ ছিয়ানব্ব‌ই হাজারের‌ও বেশি ইউজার কোম্পানির পরিষেবা ছেড়ে দিয়েছে। এক‌ইভাবে এয়ারটেল হারিয়েছে এক কোটি বারো লক্ষ চুয়াত্তর হাজারেরও বেশি সাবস্ক্রাইবার।

আরও পড়ুন: 8999 টাকা দামে লঞ্চ হল Xiaomi এর 5000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 স্মার্টফোন

দেশে কমেছে ওয়ারলেস মোবাইল ইউজারের সংখ্যা

দেশের দূরসঞ্চার বিভাগের পরিচালক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর রিপোর্ট অনুযায়ী লকডাউনের ফলে টেলিকম সেক্টরে যথেষ্ট প্রভাব পড়েছে। সব মিলিয়ে গত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত 1 কোটি 66 লক্ষের‌ও বেশি ইউজার সংখ্যা কমে গেছে। অর্থাৎ দেশের অনেক সাধারণ মানুষ মোবাইল সার্ভিস ব‍্যবহার করা ছেড়ে দিয়েছে। এই বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গোটা দেশে প্রায় 116 কোটি 5 লক্ষ মোবাইল ইউজার ছিল যা মে মাসের শেষে কমে গিয়ে দাঁড়ায় প্রায় 114 কোটি 39 লক্ষ।

বিহার ও কেরলে বেড়েছে ইউজার

ট্রাই গোটা দেশে 22টি সার্কেলে বিভক্ত। মে মাসের মধ্যে এই 22টির মধ্যে 20টি সার্কেলে ইউজার কমে গেছে। কিন্তু বিহার ও কেরল একমাত্র সার্কেল যেখানে ইউজার কমার বদলে বেড়ে গেছে।

আরও পড়ুন: চীনা ফোনকে টক্কর দিতে আসছে LG Wing ডুয়েল স্ক্রিন স্মার্টফোন, লঞ্চ হবে অসাধারণ ডিজাইনের সঙ্গে

34.33% মার্কেট শেয়ার নিয়ে এক নাম্বার জিও

ট্রাই জানিয়েছে মে মাসের শেষে 39 কোটি 27 লক্ষের কাছাকাছি গ্ৰাহক ও 34.33% মার্কেট শেয়ারের সঙ্গে জিও এখন প্রথম স্থানে অবস্থান করছে। বর্তমানে এয়ারটেলের কাছে প্রায় 31 কোটি 78 লক্ষ এবং ভোডাফোন আইডিয়ার হাতে 30 কোটি 99 লক্ষের কাছাকাছি ইউজার আছে। হিসাব করলে দেখা যায় এয়ারটেলের কাছে 27.78% এবং ভোডাফোন আইডিয়ার কাছে 27.09% মার্কেট শেয়ার আছে। সরকারি কোম্পানি বিএস‌এন‌এল ও এমটিএন‌এল মিলিতভাবে 10.79% মার্কেট শেয়ার দখল করে রেখেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here