লঞ্চের আগেই চলে এল POCO X3 এর ডিজাইন ও ফিচার, জেনে নিন এর বিশেষত্ব

বর্তমানে পোকো তাদের আগামী ফোন POCO X3 লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এই আপকামিং ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশিত হয়েছে। এবার এই ফোনটি সম্পর্কে স্বয়ং কোম্পানির প্রোডাক্ট ম‍্যানেজার Angus Kai Ho Ng কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এছাড়া MiuiTurkiye এর পক্ষ থেকে POCO X3 এর স্পেসিফিকেশন ও রেন্ডার লিক করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন সম্পর্কে আইডিয়া করা যায়। এই লিক হ‌ওয়া ফোনটির ডিজাইন অনেকটা কিছু দিন আগে FCC ওয়েবসাইটে প্রকাশিত হ‌ওয়া POCO M2007J20CG মডেলের মতো।

আরও পড়ুন: চীনা ফোনকে টক্কর দিতে আসছে LG Wing ডুয়েল স্ক্রিন স্মার্টফোন, লঞ্চ হবে অসাধারণ ডিজাইনের সঙ্গে

রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি ফোনটি আগামী 8 সেপ্টেম্বর লঞ্চ করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি POCO X3 এর লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। ফোনটির ডিজাইন সম্পর্কে অফিসিয়ালি কিছু হিন্ট দেওয়া হয়েছে। কয়েক দিন আগে কোম্পানির প্রোডাক্ট ম‍্যানেজার POCO X3 NFC নাম লিখে চারটি বিভিন্ন ক‍্যামেরা ডিজাইন দেখিয়েছেন, যার মধ্যে থেকে যে কোনো একটি POCO X3 এর ডিজাইন। কিন্তু মজার ব্যাপার হলো এর মধ্যে থেকে একটি ডিজাইন‌ও MiuiTurkiye এর দেখানো ডিজাইনের সঙ্গে মেলে না।

আবার একটি রিপোর্ট অনুযায়ী MiuiTurkiye এর বলা যে POCO X3 এর রেন্ডার শেয়ার করা হয়েছে সেটিতে একটি গোলাকার ক‍্যামেরা মডিউলের মধ্যে 64MP কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ক‍্যামেরা সেন্সরগুলির অবস্থান‌ও Angus Kai এর দেখানো ছবির থেকে আলাদা। POCO X3 এর ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের দিকে একদম মাঝ বরাবর পাঞ্চ হোল থাকবে।

আরও পড়ুন: লঞ্চ হল Sony Xperia 8 Lite, জেনে নিন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম

রিপোর্ট থেকে জানা গেছে আগামী POCO X3 ফোনটি অঘোষিত স্ন‍্যাপড্রাগন 732 চিপসেটের সঙ্গে পেশ করা হবে। স্ন‍্যাপড্রাগন 732 SoC একটি 8 ন‍্যানোমিটার চিপসেট, যা 2.3 গিগাহার্টস পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এতে অ্যাড্রিনো 619 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে 120 হার্টস রিফ্রেসরেটযুক্ত 6.67 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এছাড়া ফোনটি একটি এলসিডি প‍্যানেলের সঙ্গে পেশ করা হতে পারে, কারণ রেন্ডারে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেখানো হয়েছে।

এছাড়া POCO X3 তে 20 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা, 5,160 মেগাপিক্সেলের ব‍্যাটারী ও 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী এই আগামী ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here