Amazon Great Indian Festival সেল উপলক্ষে বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। যারা এই দীপাবলিতে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আমাজনে বিভিন্ন ফোনে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ICICI Bank, AXIS Bank, IDFC First Bank, BOB Card, HSBC Debit ও Credit কার্ডের মাধ্যমে কেনাকাটা করবেন তাঁরা ইনস্ট্যান্ট 10% ছাড় পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাজন সেলের বেস্ট মিড রেঞ্জ স্মার্টফোন ডিল সম্পর্কে।
iQOO Z9s 5G
iQOO Z9s 5G একটি জনপ্রিয় মিড রেঞ্জ স্মার্টফোন। এই ফোনে 120Hz রিফ্রেশরেট এবং 1,800 নিট ব্রাইটনেস সাপোর্টেড 6.77 ইঞ্চির FHD+ 3D কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4nm TSMC প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300 5G অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং এটি 702K+ AnTuTu স্কোর পেয়েছে। এই 7.49mm আলট্রা থিন ফোনে 44W ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে। মাত্র 30 মিনিটের মধ্যে এই ফোনটি 50% চার্জ হয়ে যায়। এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে Aura Light এবং 50MP Sony IMX882 OIS সেন্সর যোগ করা হয়েছে। এতে Photo Enhance এবং AI Erase এর মতো AI ফিচার রয়েছে।
- সেলিং প্রাইস: 21,999 টাকা
- ডিল প্রাইস: 18,248 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus Nord CE4 Lite 5G
মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G ফোনের দামে এই সেলে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে, 2,100 নিট ব্রাইটনেস এবং ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। OxygenOS 14 সহ এই ফোনে দুটি ওএস আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এতে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি মাত্র 20 মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। এতে 3.5mm অডিও জ্যাক এবং মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে।
- সেলিং প্রাইস: 19,999 টাকা
- ডিল প্রাইস: 16,748 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)
realme NARZO 70 Turbo 5G
realme NARZO 70 Turbo 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি 5G চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের AnTuTu স্কোর 750,000 এবং এতে AI BOOST 2.0 রয়েছে। এতে 9-লেয়ার ভেপার কুলিং সিস্টেম রয়েছে, যা ইন্টেন্স গেমিং ও হেভি পারফরমেন্সের সময় ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং প্রো-XDR টেকনোলজি সহ OLED ডিসপ্লে রয়েছে এবং এতে AI Eye Protection যোগ করা হয়েছে। মোটরস্পোর্টস ডিজাইনের এই ফোনটি বাজারে উপস্থিত ইউনিক ফোনগুলির মধ্যে অন্যতম।
- সেলিং প্রাইস: 16,999 টাকা
- ডিল প্রাইস: 14,998 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)
Redmi Note 13 Pro+
Redmi Note 13 Pro+ ফোনে 6.67 ইঞ্চির 1.5K 120Hz কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে এবং এটি Corning Gorilla Glass Victus দিয়ে প্রোটেক্টেড। এতে Dolby Vision, Adaptive HDR10+ সাপোর্ট রয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 7200 Ultra 5G চিপসেটে রান করে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 200MP Samsung ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120W হাইপারচার্জ টেকনোলজি সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 29,499 টাকা
- ডিল প্রাইস: 24,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus Nord 4 5G
এই ফোনটিতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে। এর সাহায্যে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যায়। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর যোগ করা হয়েছে। OnePlus Nord 4 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট ও 1,240 x 2,772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 4 বছর অ্যান্ড্রয়েড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। মেটাল ইউনিবডি ডিজাইনের এই ফোনে 8GB RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।
- সেলিং প্রাইস: 29,999 টাকা
- ডিল প্রাইস: 25,349 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Lava Agni 3 5G
Lava Agni 3 5G ফোনে ডুয়েল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট ও HDR সাপোর্ট সহ 6.78-ইঞ্চির 1.5K কার্ভ AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে এবং ব্যাক প্যানেলে একটি মিনি AMOLED ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300X প্রসেসর সহ এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
- সেলিং প্রাইস: 20,999 টাকা
- ডিল প্রাইস: 18,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy M55s 5G
Samsung Galaxy M55s 5G ফোনে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 4K ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 14 ও One UI 6.1 সহ পেশ করা হয়েছে এবং এতে 4 বছর ওএস আপডেট ও 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
- সেলিং প্রাইস: 19,999 টাকা
- ডিল প্রাইস: 17,999 টাকা
OPPO F27 Pro+ 5G
OPPO F27 Pro+ 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ AMOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 64MP+2MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটি Android 14 এবং ColorOS 14.0 সহ পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 29,999 টাকা
- ডিল প্রাইস: 26,001 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
HONOR X9b 5G
এই সেলে HONOR X9b 5G ফোনের দামে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, 1,200 নিট ব্রাইটনেস এবং 1200×2652 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির AMOLED আলট্রা বাউন্স অ্যান্টি ড্রপ কার্ভ ডিসপ্লে রয়েছে। এতে 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার ফুল চার্জ করলে প্রায় তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনে 4nm প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 108MP প্রাইমারি + 5MP আলট্রা ওয়াইড + 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
- সেলিং প্রাইস: 25,998 টাকা
- ডিল প্রাইস: 19,998 টাকা
HONOR 200 Pro 5G
HONOR 200 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 4,000 নিট ব্রাইটনেস সাপোর্টেড 6.78-ইঞ্চির কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ডুয়েল OIS 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং AI এর ক্ষমতাসম্পন্ন MagicOS 8.0 রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 57,998 টাকা
- ডিল প্রাইস: 40,998 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)