এসে গেছে আইওএস 12, আইফোন হবে আরও স্মার্ট, আপডেট হয়েছে দুর্দান্ত ফিচার

টেক কোম্পানি অ্যাপেল তাদের প্রোডাক্ট এবং কোয়ালিটি উভয়ের খেয়াল রাখে। গতকাল অ্যাপেল বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার্স কনফারেন্স (WWDC) 2018 এর মঞ্চে অ্যাপেল ফ‍্যানদের জন্য বেশ কিছু নতুন ঘোষণা করে। নতুন প্রোডাক্টের সঙ্গে আইফোন ইউজারদের জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস 12 সম্পর্কে ঘোষণা করা হয়। কোম্পানির সিইও টীম কুক এই সভায় আইওএসের নতুন ভার্সনের পেশ করে এটির ফিচার সম্পর্কে জানিয়ে দেন।

আইওএস 12 তে যেমন পুরোনো ফিচার আপডেট করে দেওয়া হয়েছে তেমন নতুন কিছু ফিচার‌ও আছে। কোম্পানির মতে আইওএস 12 আপডেট করার পর ফোন যেমন 40 শতাংশ ফাস্ট কাজ করবে তেমন এর কীবোর্ড 50 শতাংশ ফাস্ট হয়ে যাবে। যেসব।আইফোন এবং ডিভাইসে আইওএস 11 আছে সেই সব ডিভাইস আইওএস 12 এ আপডেট করা যাবে। আইওএস 12 এর ফিচারে চোখ বুলিয়ে নেওয়া যাক :

অগমেন্টেড রিয়ালিটি (এআর) : আইফোনের এআর এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে অ্যাপেল 3ডি ফিচার আপডেট করেছে। এর জন্য এখন অ্যাপেল আইওএস অ্যাডোব এবং ইউএডিসি সাপোর্টেড হবে। ইউএসডিসির দৌলতে আইফোনের যে কোনো ফোটোকে অগমেন্টেড রিয়েলিটির দ্বারা 3ডি এক্সপেরিয়েন্স করা যাবে।

মেজর অ্যাপ : মেজর অ্যাপের সাহায্যে যে কোনো জিনিসের ফোটো তুলে তার সাইজ মাপা যাবে। যেমন কোনো টেবিলের ফোটো তুলে সেই টেবিলের দৈর্ঘ্য-প্রস্থ-বেধ সম্পর্কে জানা যাবে।

এআর কিট 2 : অগমেন্টেড রিয়েলিটির য়াল্টি ইউজার এক্সপেরিয়েন্সের জন্য অ্যাপেল লেগোর সঙ্গে পার্টনারশিপ করেছে। লেগো এআর অঋআপেল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। আপডেটের পর সাফারি, আইম‍্যাসেজ দিয়েও ফাইল শেয়ার করা যাবে।

ফোটোস : আইওএস 12 আপডেট করার পর ফোনে ফোটো সার্চ করা আরও সহজ হয়ে যাবে। নতুন আইওএস আপডেটে ফোটোতে “ফর ইউ” ট‍্যাব যোগ করা হয়েছে। ফোটো শেয়ারিং আরও সহজ করার জন্য অ্যাপেল সাজেশন ফিচার আপডেট করেছে।

সিরি : আইফোন ইউজারদের পার্সোনাল অ্যাসিসট‍্যান্ট “সিরি”কেও আপডেট করে এতে শর্টকাট ফিচার দেওয়া হয়েছে। আপডেটের পর ইউজারদের কাজের হিসাব করে সিরি নোটিফিকেশন দিতে থাকবে। এই নতুন ফিচারের সাহায্যে সিরিকে নিজের কম‍্যান্ডের সঙ্গে সিঙ্ক করে অন্য অ্যাপ অ্যাকসেস করা যাবে।

গ্রুপ ফেস টাইম : ফেস টাইমের ভিডিও চ‍্যাট এখন শুধুমাত্র দুজন পর্যন্ত সীমিত থাকবে না। ফেস টাইমে এখন এক সঙ্গে 32 জনের সঙ্গে ভিডিও চ‍্যাটিং করা যাবে। এবং এর সবচেয়ে স্মার্ট ফিচার হল যে ব‍্যাক্তি কথা বলবে তার উইন্ডো নিজে থেকেই বড় হয়ে যাবে। কোম্পানি এতে অ্যানিমোজি অ্যান্ড মেমোজির মত ফিচার আপডেট করা হয়েছে। আইফোন 10 এ এখন নিজের অনলাইন অবতারকে নিজের পছন্দসই কাস্টমাইজ করা যাবে।

নতুন অ্যাপ :
ডু নট ডিস্টার্ব মোড অন করলে ইউজার যে নোটিফিকেশন পেতে চান না তা বন্ধ হয়ে যাবে।
নোটিফিকেশন : আইওএস 12 এ লক স্ক্রিন থেকেই দেখা যাবে এবং ইগনোর করা যাবে। এর সঙ্গে গ্রুপ নোটিফিকেশন সাপোর্ট করে।
স্ক্রিন টাইমে নতুন আইওএস আসার পর আইফোনের ব‍্যবহার কখন হয়েছে এবং কি কাজ হয়েছে তার রিপোর্ট পাওয়া যাবে। কোন অ্যাপে কতক্ষণ সময় ব‍্যয় হয়েছে তাও জানা যাবে।
আইওএস 12 এ আইবুক অ্যাপেল বুক হয়ে গেছে, অ্যাপেল নিউজ স্টকসেও দেখা যাবে। নিউজ অ্যাপে নেভিগেশন এবং উইগেট‌ও থাকবে।
অ্যাপেল আইওএস 12 ও নিউ ডিজিটাল হেল্থ অ্যাপ‌ও আপডেট করা হয়েছে।
অ্যাপেল আইপ‍্যাডে এইবার ভয়েস মেমো পাওয়া যাবে। আইওএস 12 এ কার প্লে থার্ড পার্টি নেভিগেশন অ্যাপ‌ও সাপোর্ট করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here