512 জিবি মেমরি ও 12.9 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে নতুন অ্যাপেল আইপ‍্যাড প্রো লঞ্চ

গত মাসে অ্যাপেল আইফোন লঞ্চ করে। গতকাল নিউইয়র্কে আয়োজিত একটি কনফারেন্সে কোম্পানি নতুন আইপ‍্যাড প্রো ও অ্যাপেল ম‍্যাক মিনি সিরিজের ডিভাইস প্রদর্শন করে। লঞ্চের সঙ্গেই কোম্পানি আরও জানায় খুব তাড়াতাড়ি ডিভাইসগুলি ভারতেও সেল করা হবে। আইপ‍্যাডের সঙ্গে কোম্পানি সেকেন্ড জেনারেশন পেন্সিল‌ও লঞ্চ করে। ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

অ্যাপেলের নতুন আইপ‍্যাড প্রো 11 ইঞ্চির ও 12.9 ইঞ্চির দুটি স্ক্রিন সাইজে পাওয়া যায়। কোম্পানি এটি লিকুইড রেটিনা ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। সবচেয়ে বড় কথা নতুন আইপ‍্যাড প্রোতে কোম্পানি ফেস আইডি ইন্টিগ্ৰেশন যোগ করেছে যা আগে শুধুমাত্র অ্যাপেল আইফোনের ক্ষেত্রেই দেখা যেত। নতুন আইপ‍্যাডে ট্রুটোন অ্যান্টি রিফলেক্টিভ কোটিঙের ব‍্যবহার করা হয়েছে যা শুধুমাত্র হাই কোয়ালিটি রঙের জন্য নয় বরং ডিভাইসকে স্ক্র‍্যাচ থেকেও বাচায়। এর সঙ্গে হ‍্যা প্রোমোশন টেকনিকযুক্ত যা 120 হার্টস রিফ্রেশ রেটের সঙ্গে স্মুথ ভিডিও এক্সপেরিয়েন্স করাতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এর কোণগুলি আগের চেয়ে বেশি রাউন্ড হয়ে গেছে যা আরও ভালো অনুভূতি দেয়।

নতুন আইপ‍্যাড প্রোকে কোম্পানি এ12এক্স বায়োকোন চিপসেটের সঙ্গে পেশ করেছে যা যথেষ্ট শক্তিশালী। আইফোন 10এস ফোনটিতেও এই চিপসেট ব‍্যবহার করা হয়েছিল। এতে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ট‍্যাবলেট ফোটো এডিটিং ও 3ডি মডেল ক্রিয়েট করতে সক্ষম। এর সঙ্গে এই ডিভাইস এআর এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও বেস্ট। কোম্পানি জানিয়েছে নতুন আইপ‍্যাড আগের ভার্সনের চেয়ে 35 শতাংশ ফাস্ট ও 10 ঘন্টা পর্যন্ত ব‍্যাটারী ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

অ্যাপেলের নতুন ডিভাইস আইওএস 12 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে স্মার্ট কীবোর্ড ফোলিও, এনিমোজি ও মিমোজির মতো কিছু দুর্দান্ত ফিচার দেখা যাবে। এতে অ্যাপেল পেন্সিল সাপোর্ট করে যা নোট বানাতে বা মডেল তৈরি করতে যথেষ্ট কার্যকর হবে। এর সঙ্গেই এতে আইফোনের মতো ট‍্যাপ টু ব‍্যাক ও সোয়াইপিং টু গো হোমের মতো আপশন দেখা যাবে। এতে অ্যাকসেস কন্ট্রোল সেন্টার ও মাল্টিটাস্কিং এর অপশন‌ও আছে।

ফোটোগ্ৰাফি ও ভিডিও কনফারেন্সের জন্য এই ডিভাইসে 12 মেগাপিক্সেল রেয়ার ও 7 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা অ্যাপেল এবার লাইটনিং চার্জারের বদলে ইউএসবি টাইপ সিএর ব‍্যবহার করেছে। এতে ইউএসবি 3.1 সাপোর্ট আছে যা ফাস্ট চার্জিঙের সঙ্গে দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতেও সক্ষম।

নতুন অ্যাপেল আইপ‍্যাড সিলভার ও স্পেস গ্ৰে কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে 64 জিবি, 256 জিবি ও 512 জিবি মেমরি অপশন‌ও পাওয়া যাবে। আরও আছে সেলুলার ও ওয়াইফাই মডেল। সেলুলার মডেলে 4জি এলটিই সিম ব‍্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here