12 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2

ASUS টেক মঞ্চে তাদের ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরি স্মার্টফোন ASUS ROG Phone 2 পেশ করে দিয়েছে। ROG কথাটির মানে হলো Republic of Games। নাম থেকেই বোঝা যায় এটি একটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত গেমিং স্মার্টফোন। আপাতত ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম জানানো হয়নি তবে ফোনটির সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো ডিভাইসটির শক্তিশালী স্পেসিফিকেশন। চলুন জেনে নেওয়া যাক ASUS ROG Phone 2 এর সব বিশেষত্ব।

ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি

স্ন‍্যাপড্রাগন 855+
ASUS ROG Phone 2ফোনটির বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ প্রসেসরে রান করা প্রথম হাতে গোনা কয়েকটি ফোনের মধ‍্যে একটি। স্ন‍্যাপড্রাগন 855+ কোয়ালকমের সবচেয়ে নতুন এবং সবচেয়ে শক্তিশালী চিপসেট। এই চিপসেট 4 কোরিও গোল্ড কোর ও 4 কোরিও সিলভার কোর দিয়ে তৈরি যা জিপিইউ প্রসেসিংকে 15 শতাংশ প‍র্যন্ত বেশি বুস্ট করতে সক্ষম। এই ফোনে 675 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অ্যাড্রিনো 640 জিপিইউ আছে।

ডিসপ্লে
ASUS ROG Phone 2 তে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির বড়ো ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 391 পিপিআই যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দেয়। এছাড়াও ASUS ROG Phone 2 এর ডিসপ্লে প‍্যানেল 10 বিট এইচডিআর সাপোর্ট করে।

এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

র‍্যাম ও স্টোরেজ
এই দুর্দান্ত গেমিং ফোনে প্রসেসিং আরও স্মুথ করার জন্য কোম্পানি ASUS ROG Phone 2 তে 12 জিবি র‍্যাম যোগ করেছে। চীনে ফোনটির 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি ও 512 জিবি ইন্টারনাল মেমরির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য ASUS ROG Phone 2 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ

ব‍্যাটারী
ASUS ROG Phone 2 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ROG Hyper Charge সাপোর্ট করে যা 3A কেবল দিয়ে চার্জ করা যায়। প্রসঙ্গত এই ফোনের ব‍্যাটারী কুইক চার্জ 4.0 টেকনিক‌ও সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here