লঞ্চের আগেই লিক হল Asus Zenfone 10 এর সম্পূর্ণ ডিটেইলস, 29 জুন হবে লঞ্চ

Highlights

  • এতে Snapdragon 8 Gen 2 চিপসেট থাকতে পারে।
  • এই ফোনে 200 মেগাপিক্সেলের স্যামসাং ক্যামেরা দেওয়া হবে।
  • ফোনটি 16GB RAM এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।

বর্তমানে ASUS তাদের জেনফোন সিরিজের আগামী ফোনের জন্য শিরোনামে ছেয়ে রয়েছে। আগামী 29 জুন গ্লোবাল মার্কেটে Asus Zenfone 10 লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি এর আগে WInfuture.de এর রিপোর্টের মাধ্যমে এই আপকামিং ফোনটির প্রায় সমস্ত ডিটেইলস প্রকাশ্যে এসে গেছে। এবার ফোনটির রেন্ডার, স্পেসিফিকেশনসহ আরও কিছু তথ্য জানা গেছে। এই পোস্টে Asus Zenfone 10 সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: WhatsApp এ ডিলিট করা মেসেজগুলি কীভাবে পড়বেন? জেনে নিন সহজ পদ্ধতি

Asus Zenfone 10 এর লিক স্পেসিফিকেশন

  • বিল্ট কোয়ালিটি: এই ফোনে মেটাল ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ডিসপ্লে: লিক অনুযায়ী এই আপকামিং ফোনে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড 5.9 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনটি অত্যন্ত শক্তিশালী Snapdragon 8 Gen 2 চিপসেটে রান করবে বলে শোনা গেছে। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি যথেষ্ট এগিয়ে থাকতে চলেছে।
  • RAM এবং স্টোরেজ: 8GB RAM ও 16GB RAM এর সঙ্গে 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: দীর্ঘ সময়ের জন্য পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি থাকবে। তবে এই ফোনে ফাস্ট চার্জিং কি থাকবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Zenfone 10 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • সিকিউরিটি: এই ফোনটিকে IP68 রেটিঙের সঙ্গে পেশ করা হবে যার ফলে এটি জল এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল স্পিকার, 3.5 এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়েল সিম প্রভৃতি ফিয়ার থাকবে।

Asus Zenfone 10 এর দাম (লিক)

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র এই ফোনটির লঞ্চ ডেট প্রকাশ করা হয়েছে। বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 62 হাজার টাকার কাছাকাছি হতে পারে। ফোনটি রেড, ব্ল্যাক, গ্রীন, হোয়াইট এবং সিলভার কালারে সেল করা হতে পারে। আরও পড়ুন: রাশিয়াতে লঞ্চ হল Realme GT 3, 240W ফাস্ট চার্জিঙের মাধ্যমে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here