আসুস আনতে চলেছে সবচেয়ে বিশেষ নচযুক্ত স্মার্টফোন, এর ডিজাইন দেখলে অবাক হতে হবে

টেক কোম্পানি আসুস তাদের জেনফোন সিরিজের জন্য সমগ্র বিশ্বে সুপ্রসিদ্ধ। এবছর কোম্পানি জেনফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে জেনফোন 5 ও এর কয়েকটি ভেরিয়েন্ট লঞ্চ করে। জেনফোন 5 কোম্পানির পক্ষ থেকে নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল। অ্যাপেল যে ডিজাইন আইফোন 10 এর সঙ্গে পেশ করে। বিভিন্ন স্মার্টফোন কোম্পানির মতোই আসুস‌ও তাদের জেনফোন 5 সিরিজের ফোনে এই লুক ও ডিজাইন যোগ করে। ফ্রন্ট প‍্যানেলে নচ ও ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে জেনফোন 5 লঞ্চ করা হয়। অ্যাপেলকে কপি করার পর আসুস এবার তাদের নিজস্ব ডিজাইন আনতে চলেছে যা জেনফোন 6 এর দেখা যাবে। এবং এই ডিজাইন সত্যিই যথেষ্ট আকর্ষণীয়।

আসুসের নতুন ফোনের ফোটো লিক হয়েছে যাকে জেনফোন 6 বলা হচ্ছে। ফোটোয় ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। এই কথিত জেনফোন 6 এর ফ্রন্ট প‍্যানেলে”ও” শেপের ছোট ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। সাধারণত নচ ফোন ডিসপ্লের ওপর দিকে মাঝখানে দেওয়া হয় কিন্তু জেনফোন 6 এর ক্ষেত্রে এই নচ মাঝখানে না দিয়ে একটু ডানদিকে দেওয়া হয়েছে। এই নচ গোলাকার এবং এটি ডিসপ্লের ওপর ডানদিকে কার্ভের কাছাকাছি অবস্থিত।

আসুস জেনফোন 6 এর ফ্রন্ট প‍্যানেলে তিনদিক সম্পূর্ণ বেজল লেস দেখানো হয়েছে এবং নিচের দিকে অল্প বডি পার্ট আছে। জেনফোন 6 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ডানদিকে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার ঠিক নিচে এল‌ইডি লাইট দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নিচে আসুসের লোগো দেওয়া আছে। আসুস জেনফোন 6 এর চার কোণা কার্ভ শেপের।

জেনফোন 6 এর এই ফোটোয় নিচের দিকে ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম জ‍্যাক দেখা গেছে। ফোনের ওপর দিকে স্পীকার গ্ৰিল আছে এবং ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আসুসের পক্ষ থেকে এখনও পর্যন্ত জেনফোন 6 সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি কিন্তু ফোনের ফোটো লিক হ‌ওয়ায় আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই বিশেষ নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন সম্পর্কে কোনো ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here