বাড়তে পারে Airtel মোবাইল ট্যারিফের দাম, আভাস দিলেন সিইও

Highlights

  • ভারতে ট্যারিফের দর যথেষ্ট কম বলে জানিয়েছেন এয়ারটেল সিইও।
  • কোম্পানির কোয়ার্টারের ট্যাক্স বেড়ে বেড়ে 37044 কোটি টাকা হয়ে গেছে।
  • বাজারে এয়ারটেলকে জিও এবং ভিআই এর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

Reliance Jio এবং Bharti Airtel এর 5G সার্ভিস রোলআউটের পর খবর পাওয়া যাচ্ছিল কোম্পানিগুলি তাদের প্ল্যানগুলির দাম বাড়ানো হতে পারে। এবার এয়ারটেলের সিইও (CEO) গপাল বিট্টল জানিয়েছেন ভারতে টেলিকম রেট যথেষ্ট কম এবং এটি বাড়ানো দরকার। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে অদূর ভবিষ্যতে এয়ারটেলের প্ল্যানের দাম বাড়ানো হতে পারে। আবার অন্য একটি প্ল্যান থেকে জানা গেছে জিও তাদের প্ল্যানের দাম বাড়াবে না। আরও পড়ুন: BSNL এর 5টি সেরা 500 টাকা দামের প্ল্যান, জেনে নিন বিস্তারিত

জিওর ব্যাপারে এয়ারটেলের মন্তব্য

5G কে “লম্বা দৌড়” বলে বিট্টল জানিয়েছেন কোম্পানি সবচেয়ে বড়, সবচেয়ে ফাস্ট রোলআউট করার ঢেঁড়া পেটানোর বদলে তাদের 5G ইউজারদের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করতে চাইছে।

তিনি আরও জানিয়েছেন এয়ারটেল হাই 5G ট্যারিফে বিশ্বাসী নয়, বরং তাদের পরিষেবা সবচেয়ে সস্তা এবং ভালো কোয়ালিটির করার জন্য ট্যারিফ আপগ্রেডের চেষ্টা করা হবে। আরও পড়ুন: মাত্র 9999 টাকা দামে লঞ্চ করা হল 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই 5G Phone

ট্যারিফ বাড়ানোর ব্যাপারে এয়ারটেলের জবাব

ট্যারিফের দাম বাড়ানোর সম্পর্কে বিট্টল বলেছেন, “…এগুলি আমাদের হাতে নেই, ভারতে ট্যারিফ যথেষ্ট কম, ইউজার প্রতি গড় আয় এবং প্রতি জিবি ডেটার দাম উভয় ক্ষেত্রেই। এই দুটি দিক বিচার করলে আমরা সবার নিচে রয়েছি।”

ভারতী এয়ারটেল গত মঙ্গলবার জানিয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে বার্ষিক হিসাবে মোট লাভ 37.5 শতাংশ হ্রাস পেয়ে 1,341 কোটি টাকায় নেমে এসেছে, যা একবার অসাধারণ ট্যাক্সের ফলে কমে গেছে। অন্যদিকে সেপ্টেম্বর কোয়ার্টারে বার্ষিক ট্যাক্স 7.3 শতাংশ বেড়ে 37,044 কোটি টাকা হয়ে গেছে। আরও পড়ুন: WhatsApp আনতে চলেছে নতুন আপডেট, এক সঙ্গে 32 জন করতে পারবেন ভিডিও কল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here