BlackBerry 5G স্মার্টফোন লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্ল‍্যাকবেরী পুণরায় স্মার্টফোন মার্কেটে ফেরার পরিকল্পনা করছে। কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল আমেরিকার মোবাইল ফোন কোম্পানি OnwardMobility শীঘ্রই BlackBerry 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটির অফিসিয়াল লঞ্চ সম্পর্কে এতদিন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এবার একটি নতুন রিপোর্টে বলা হয়েছে খুব তাড়াতাড়ি এই ফোনটি মার্কেটে পা রাখতে চলেছে। তবে লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত এতটুকু আলোকপাত হয়নি। OnwardMobility এর দেওয়া আভাস অনুযায়ী নতুন 5জি ব্ল‍্যাকবেরী স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চের আগে প্রি-কমিটমেন্ট প্রোগ্রাম শুরু করা হয়েছে।

প্রি-কমিটমেন্ট প্রোগ্রাম

কোম্পানি প্রি-কমিটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে টেক ইনফ্লুয়েন্সারদের কমিউনিটি জয়েন করার জন্য ইনভাইট করেছে। কোম্পানি তাদের স্মার্টফোন সম্পর্কে তাদের সঙ্গে ফার্স্ট হ‍্যান্ড ইনফেকশন শেয়ার করবে। এর পাশাপাশি ফিচার ও ডিজাইন সম্পর্কে উপদেশ‌ও চেয়েছে। এছাড়া কোম্পানি এদেরকেই সবার আগে ফোন দেবে। OnwardMobility তাদের ওয়েবসাইটে এই তথ্য শেয়ার করে জানিয়েছে কোম্পানি প্রি কমিটমেন্ট প্রোগ্রাম চালু করেছে কারণ তারা এমন গ্ৰাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাইছে যারা নতুন এবং ইনোভেটিভ BlackBerry 5G স্মার্টফোন কিনতে ইচ্ছুক।

ম‍্যানুফ‍্যাকচার করছে Foxconn

OnwardMobility এর প্রধান কাজ সিকিউরিটি সফটওয়্যার তৈরি করা। এই প্রথম কোম্পানি নিজের তাগিদে কোনো স্মার্টফোন তৈরি করছে। এই প্রিমিয়াম কমিটমেন্ট প্রোগ্রাম মার্কেটে কোম্পানির আপকামিং স্মার্টফোনের জন্য হাইপ তৈরি করবে। এখনও পর্যন্ত এই আগামী ব্ল‍্যাকবেরী স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন, দাম বা লঞ্চ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি। OnwardMobility এর কাছে ব্ল‍্যাকবেরী ডিভাইস তৈরি করার লাইসেন্স আছে। কোম্পানি বিখ্যাত ম‍্যানুফ‍্যাকচারিং কোম্পানি Foxconn এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোনটি তৈরি করছে। প্রসঙ্গত জানিয়ে রাখি ফক্সকন অ্যাপেলের মতো স্বনামধন্য কোম্পানির ফোন পর্যন্ত তৈরি করে থাকে।

থাকবে ফিজিক্যাল কীবোর্ড

আগামী ব্ল‍্যাকবেরী ডিভাইস সম্পর্কে OnwardMobility এর সিইও পিটার ফ্র‍্যাঙ্কলিন জানিয়েছেন এই ফোনটি ফিজিক্যাল কীবোর্ডের সঙ্গে লঞ্চ করা হবে, যেমনটা আগে ব্ল‍্যাকবেরী ফোনগুলিতে দেখা যেত। আজকের ফুল ভিউ স্ক্রিনের যুগে দাঁড়িয়ে ফিজিক্যাল কীবোর্ডযুক্ত স্মার্টফোন ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে এটাই এখন দেখার অপেক্ষা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here