প্রতিদিন 1.5 GB ডাটার এটি BSNL এর সস্তা প্ল‍্যান, jio-Airtel ও টিকতে পারবে না এর সামনে

ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) এর কাছে নিজের ইউজার্সদের আকর্ষিত করার জন‍্য কিছু অতুলনীয় প্ল‍্যান আছে। এই প্ল‍্যানের দমে কোম্পানি প্রাইভেট কোম্পানি এয়ারটেল আর জিওকে শক্তিশালী প্রতিযোগিতা দিতে চলেছে। বিএস‌এন‌এল এর প্রতি ইউজার্সদের আকর্ষণ দেখে আজকে আমরা BSNL এর 100 টাকার থেকে কম দামি বিশেষ প্ল‍্যানের তথ‍্য আপনাকে দেবো যার মধ্যে ডেলি ডাটার সাথে আর‌ও অনেক সুবিধা পাবেন। যদি আপনিও বিএস‌এন‌এল এর ইউজার্স হন আর 100 টাকার কম দামি রিচার্জ প্ল‍্যানের খোজ করছেন তাহলে আপনার খোঁজ শেষ হতে চলেছে। আসলে আজকে আমরা বিএস‌এন‌এল এর যেই প্ল‍্যানের কথা বলছি তার দাম 100 টাকার থেকেই নয় বরং 70 টাকার থেকেও কম। আসুন আগে আমরা জেনে নিই এই রিচার্জ এর সম্পর্কে সম্পূর্ণ তথ‍্য।

আরও পড়ুন: ভারতে প্রথম কোয়ার্টারে দারুণ সেল হয়েছে স্মার্টফোনের, করোনার দ্বিতীয় ঢেউয়ে পড়বে গ্ৰাফ

68 টাকার BSNL এর প্ল‍্যান

BSNL এর এই রিচার্জ প্ল‍্যান এর দাম মাত্র 68 টাকা। এই প্ল‍্যানে আপনি প্রতিদিন 1.5GB ডাটা ব‍্যবহার এর জন্য কোম্পানির পক্ষ থেকে পাবেন। অথচ, যদি কথা বলা হয় এই প্ল‍্যানের বৈধতার তাহলে আপনি 14 দিনের জন্য পাবেন। এই হিসেবে এই প্ল‍্যানে আপনি মোট 14 দিনের জন্য 21GB ডাটা ব‍্যবহারের জন্য পাবেন। ডাটা ছাড়া বিএস‌এন‌এল এই প‍্যাকে আর অন‍্য কোনো বেনিফিট আপনি পাবেন না।

অন‍্যদিকে যদি কথা বলা হয় BSNL এর কম্পিটিটার কোম্পানির তাহলে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই রকম রিচার্জ প‍্যাক অফার করে না। এই জন্য এই প্ল‍্যান আর‌ও বিশেষ হয়ে দারিয়েছে। যদি আপনি সুন্দর বিএস‌এন‌এল প্ল‍্যানের খোঁজ করছেন তাহলে এই প্ল‍্যানের রিচার্জ করতে পারেন।

আরও পড়ুন: কোম্পানির ভুলে।লঞ্চের আগেই অফিসিয়াল সাইটে লিস্টেড হল আপকামিং Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

BSNL এর সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ

BSNL এর রিচার্জ দেশে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা আছে। অথচ, যদি কথা বলা হয় কোম্পানির সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ এর তাহলে এটি হলো 187 টাকা। এই প্রিপেইড রিচার্জে ইউজার্স 28 দিনের ভেলিডিটি এর সাথে ডেলি 2জিবি ডাটা দেওয়া হয়। আবার যেকোনো নাম্বার এ আনলিমিটেড কলিং এর সুবিধা‌ও এই রিচার্জ এ পাবে। আপনাকে বলে দেওয়া যাক যে প্ল‍্যান এমটিএন‌এল দিল্লি মুম্বাই এর মতো এরিয়া তেও কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here