অবশেষে এইদিন থেকে শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা, কোম্পানির তরফে জানানো হল লঞ্চ ডেট

Highlights

  • BSNL নিশ্চিত করেছে যে 2023 সালের দ্বিতীয়ার্ধে তাদের 4G পরিষেবা লঞ্চ হবে।
  • টুইটারে এক ইউজারের প্রশ্নের উত্তরে কোম্পানি এই তথ্যটি জানিয়েছে।
  • TCS এবং C-DOT BSNL এর 4G পরিষেবা শুরু করতে সাহায্য করবে।

ভারতে 5G পরিষেবা শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি টেলিকম কোম্পানি BSNL 3G পরিষেবাতেই আটকে রয়েছে। ইউজাররা দীর্ঘদিন ধরে কোম্পানির 4G লঞ্চের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে, আপনি যদি একজন BSNL ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি জেনে খুশি হবেন যে কোম্পানি শীঘ্রই তাদের 4G পরিষেবা শুরু করতে চলেছে। এবার BSNL নিশ্চিত করেছে যে 2023 সালের দ্বিতীয়ার্ধের মধ্যে কোম্পানির 4G নেটওয়ার্ক লাইভ হবে। আরও পড়ুন: প্রকাশ্যে এল Vivo Y100 স্মার্টফোনের টিজার, 8GB RAM এবং এইসব ধামাকাদার ফিচার লঞ্চ হবে এই ফোনটি

এই বছর আসছে BSNL 4G

আপনাদের জানিয়ে রাখি যে BSNL একজন ইউজারের টুইটের উত্তরে জানিয়েছে যে এই বছরের দ্বিতীয়ার্ধে BSNL 4G পরিষেবা চালু করা হবে। তবে সঠিক তারিখ ও সময়ের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আসলে,ওই ইউজার তার টুইটে লিখেছিলেন যে ‘BSNL 4G এখনও শুরু হয়নি। যার উত্তরে BSNL ইন্ডিয়া লিখেছে, “2023 সালের দ্বিতীয়ার্ধে 4G পরিষেবা শুরু হবে।”

কোম্পানির এই টুইটে এটা স্পষ্ট যে কয়েক মাস পরেই Jio-Airtel-এর সঙ্গে টেক্কা দিতে আসছে BSNL-এর 4G পরিষেবা। BSNL লোকাল 4G উপকরণ ব্যবহার করতে চলেছে, যার জন্য তারা তেজস নেটওয়ার্কের সাহায্য নিচ্ছে। TCS সিস্টেম ইন্টিগ্রেটরের ভূমিকা পালন করবে। অন্যদিকে সি-ডটও BSNL কে দেশীয় 4G পরিষেবা শুরু করতে সাহায্য করবে। আরও পড়ুন: 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে দীর্ঘ রেঞ্জের Okaya Faast F3 Electric Scooter, পাওয়া যাবে দারুণ স্পীড

BSNL 5G-ও খুব বেশি দূরে নেই

সম্প্রতি খবর সামনে এসেছিল যে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 2024 সালে 5G পরিষেবা শুরু করতে চলেছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী Ashwini Vaishnaw নিজেই এই তথ্যটি দিয়েছিলেন। আসলে, একটি প্রোগ্রাম চলাকালীন 5G শুরু করার প্রসঙ্গে তিনি জানান যে BSNL 4G নেটওয়ার্ক শুরু করার জন্য TCS এবং C-DOT-এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামকে শর্টলিস্ট করা হয়েছে, যার অধীনে অর্ডার দেওয়ার পর প্রায় এক বছরের মধ্যে BSNL পরিষেবা 5G-তে আপগ্রেড করা হবে।

ওড়িশায় Jio এবং Airtel 5G পরিষেবা শুরু করার জন্য একটি প্রোগ্রামে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে, ” BSNL 2024 সালে 5G পরিষেবা শুরু করবে”। অন্যদিকে তিনি জানিয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ BSNL 4G নেটওয়ার্ক শুরু হবে। আরও পড়ুন: 180 দিন ভ্যালিডিটির এই BSNL প্ল্যানে ভয়েস কল ছাড়াও পাওয়া যায় প্রতিদিন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here