যখনই সাইবার ক্রাইমের নাম সামনে আসে, তখন বেশিরভাগ ভারতীয় বলে যে তাদের ফোনে এমন কিছু যার কারণে তাদের ডেটা লিক হওয়া বা সাইবার জালিয়াতির মতো সমস্যার সম্মুখীন হতে হবে। এটা সত্যি যে আমরা ডেটা সিকিউরিটিকে শুধুমাত্র ধনীদের সমস্যা ভেবে উপেক্ষা করি এবং কখনই এটিকে গুরুত্ব দিই না। কিন্তু সাইবার অপরাধীরা সাধারণ মানুষের এই অবহেলার সুযোগ নিয়ে সুযোগ পেলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে পড়ে। সম্প্রতি Jabalpur, MP থেকে এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে সাইবার ক্রাইম এর কারণে এক সেনা জওয়ানকে 1 লাখেরও বেশি টাকা খোয়াতে হয়েছে।
অ্যাপ ডাউনলোড করার পরই অ্যাকাউন্ট থেকে উধাও সব টাকা
সাইবার প্রতারকদের কারণে ভারতীয় ভারতীয় সেনা জওয়ানের দেড় লাখ টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে।এই সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর এলাকায়। সূত্র অনুযায়ী , 37 বছর বয়সী সন্দীপ সিং রাঠোর CMM এ কনস্টেবল পদে কর্মরত। কয়েকদিন আগে তার মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে একাধিক কল আসে। তারপর সেই নম্বরে যোগাযোগ করা হলে, তখন ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে জানায় যে তার নাম আরবাজ খান এবং তিনি নিজেকে SBI ক্রেডিট কার্ডের আধিকারিক বলে পরিচয় দেয়।
আরবাজ নামে এক ব্যক্তি SBI ক্রেডিট কার্ড অফিসার হিসাবে পরিচয় দিয়ে সন্দীপের সাথে কথা বলে এবং তাকে ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর প্রস্তাব দেয়। অফারটির সুবিধা শুনে সন্দীপ প্রস্তাবটি সুবিধাজনক বলে মনে করেন এবং আরবাজের প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়ে যান। প্রতারণার কবলে পড়া সেনা জওয়ান, প্রতারক আরবাজের কথাকে সত্য বলে বিশ্বাস করে এবং তার নির্দেশ অনুযায়ী নিজের ফোনে কিছু অ্যাপ ডাউনলোড করেন।
ঠগ আরবাজ নামের সেই প্রতারক এর কথা অনুযায়ী সন্দীপ রাঠোর সব প্রসেস অনুসরণ করতে শুরু করে। প্রসেস শেষ হতে না হতেই হঠাৎ সন্দীপের অ্যাকাউন্ট থেকে 1 লাখ 5 হাজার টাকা কেটে নেওয়া হয়। পরে দেখা যায়, তিনি SBI এর কর্মকর্তা নন, সাইবার অপরাধী যিনি অ্যাপটি ডাউনলোড করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিয়েছেন।
ভারতে সাইবার ক্রাইম এর মাত্রা
আপনার জানা উচিত যে ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এই ধরনের সাইবার ক্রাইম ঘটনাগুলি ট্র্যাক করে এবং পর্যবেক্ষণ করে। CERT-In-এর মতে, 2021 সালের প্রথম 6 মাসে 6,07,220টি সাইবার সিকিউরিটির ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। পুরো বছরে এই সংখ্যাটি 12 লাখের কাছাকাছি পৌঁছে গেছিল।
অন্যদিকে।2020 সালে, এই পরিসংখ্যানটি ছিল 11,58,208। 2019 সালে, ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম 3,94,499টি সাইবার সিকিউরিটির ঘটনা রেকর্ড করেছিল। আপনারা পরিসংখ্যান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশে সাইবার অপরাধের সংখ্যা বছরের পর বছর ধরে বেড়েই চলেছে। তাই এই বিষয়ে সবসময় সতর্ক থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন