25,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া Redmi K50i ফোনটি পাওয়া যাবে 13,550 টাকা দামে! কোম্পানি এক্সট্রা বেনিফিট দিতে চলেছে Xiaomi গ্রাহকদের

Xiaomi গত কাল ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য রেডমি ব্র‍্যান্ডে নতুন 5G ফোন Redmi K50i লঞ্চ করেছে। এই স্মার্টফোন‌টিকে 6GB RAM, Mediatek Dimensity 8100 চিপসেট, 64MP ক‍্যামেরা এবং 67W 5,080mAh ব‍্যাটারির মতো শক্তিশালী স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। রেডমি কে50আই ফোনটিকে ভারতে 25,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছে, কিন্তু শাওমি ফ‍্যানরা এই নতুন 5জি ফোনটিকে শুধুমাত্র 12,449 টাকা দামে কিনতে পারবে। কোম্পানি নিজের মোবাইল ইউজারদের জন্য অসাধারণ অফার পেশ করেছে, এই অফারে Redmi K50i ফোনের দামে 113,550 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Redmi K50i-এর ডিসকাউন্ট অফার

সর্বপ্রথম আপনাদের বলে দিই, যে রেডমি কে50আই ফোনের সেল ই-কমার্স সাইট Amazon-এ হবে এবং এখানে ফোনটিকে 25,999 টাকা দামে পেশ করা হয়েছে। কিন্তু বিশেষ এক্সচেঞ্জ অফার হিসেবে কোম্পানি রেডমি কে20 প্রো স্মার্টফোনে সরাসরি 8,050 টাকার ডিসকাউন্ট প্রদান করছে। এই Exchange অফারটিকে শুধুমাত্র Redmi K20 Pro ইউজারদের জন্য পেশ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন Redmi K20 Pro স্মার্টফোন ব‍্যবহার করেন তাহলে কোম্পানির নতুন Redmi K50i স্মার্টফোন কেনার সময় 8,050 টাকার এক্সট্রা ছাড় পাবেন।

শুধুমাত্র এইটুকুই না, পুরোনো রেডমি কে20 প্রো এক্সচেঞ্জ করলে 8,050 টাকার ডিসকাউন্টের সাথে গ্রাহকদের 2,500 টাকার এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস‌ও প্রদান করা হচ্ছে। আবার Redmi early-bird offer-এ 3,000 টাকার ছাড় গ্রাহকদের দেওয়া হচ্ছে। এই তিন হাজার টাকার ডিসকাউন্ট‌টি আইসি‌আইসিআই ব‍্যাঙ্কের কার্ড ব‍্যবহার করলে পাওয়া যাবে।

Redmi K50i ফোনের 6GB RAM + 128GB স্টোরেজের দাম 25,999 টাকা, কিন্তু উপরে বলা ডিসকাউন্ট গুলি হিসেব করলে 8,050 + 2,500 + 3,000 = 13,550 টাকার ছাড় এই স্মার্টফোনে পাওয়া যাবে। এই অসাধারণ ডিসকাউন্টের পরে রেডমি কে50আই স্মার্টফোনের দাম 25,999 টাকা থেকে কমে 12,449 টাকা হয়ে যাবে। আবার এই ফোনটিকে 2,555.4 টাকার 9 মাসের কিস্তিতে‌ও কেনা যাবে।

Redmi K50i-এর স্পেসিফিকেশন

রেডমি কে50আই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং ফিচারের কথা বলা হলে এই ফোনটি 6.6 ইঞ্চির ফুল‌এইচডি+ এলসিডি ডট ডিসপ্লে সাপোর্ট করে, এর সাথেই ডিসপ্লে‌টি 144 হার্টজ রিফ্রেশরেটে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.85 গীগাহার্টজ ক্লক স্পীডের মিডিয়াটেক ডায়মেনসিটি 800 চিপসেট দেওয়া হয়েছে। আবার গ্রাফিক্সের জন্য এই রেডমি ফোনটি মালি-জি610 এমসি6 জিপিইউ সাপোর্ট করে।

Redmi K50i 5G ফোনে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি স‍্যামসাং জিডব্লিউ1 সেন্সর সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, এর সাথেই সেল্ফি এবং ভিডিও কলিঙের এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই স্মার্টফোন‌টি 5,080 এম‌এএইচের ব‍্যাটারি সহ 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here