বেজল লেস ডিসপ্লে এবং ডুয়েল ক‍্যামেরাসহ 5ই জুন লঞ্চ হবে লেনোভো জেড5

কিছু দিন আগে খবর পাওয়া গেছে চীনা স্মার্টফোন কোম্পানি একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। এই ফোনটি জিউক জেড সিরিজের হবে। আজ ফোনটির লঞ্চ ডেট জানানো হয়েছে। তথ্য অনুযায়ী আগামী 5ই জুন জেড 5 লঞ্চ হবে। আপাতত ফোনটি চীনে লঞ্চ হবে। কিন্তু যেমন দেখা যায় জেড সিরিজের জিউক ফোন ভারতেও পাওয়া যায় তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে।লঞ্চ হবে। 8 জিবি র‍্যাম ও ₹512 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9, লিক হল খবর

বলে রাখা ভালো যে লঞ্চ সম্পর্কে এই তথ্য কোনো লিক থেকে নয় বরং লেনোভোর বিপি চেং চেং দিয়েছেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি জানিয়েছেন ফোনটি জিউক সিরিজের হবে। এর আগে কোম্পানি জিউক জেড1, জেড2 এবং জেড2 প্রো লঞ্চ করেছে।

এর আগেও লেনোভো জেড5 সম্পর্কে খবর শোনা গেছে, তখন বলা হয়েছিল ফোনটি 14ই জুন লঞ্চ হবে। কিন্তু এখন তারিখ আগিয়ে দেওয়া হয়েছে। লেনোভো জেড5 সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে।

অন্য একটি লিকে বলা হয়েছে এতে ডুয়েল ক‍্যামেরা থাকতে পারে। তাই আশা করা যায় ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। এর সঙ্গে স্পেশাল স্টোরেজ ক‍্যাপাসিটি থাকবে যার ফলে আপনি 2000 এইচডি মুভি এবং 10 লক্ষের‌ও বেশী গান স্টোর করতে পারবেন।

আপাতত এই ব‍্যাপারে বেশী খবর পাওয়া যায়নি তবে আশা করা যায় এতে শক্তিশালী ব‍্যাটারী দেওয়া থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here