এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ

ভারতীয় মোবাইল বাজারে শুরু থেকেই যথেষ্ট প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে চলেছে। কয়েক টাকার পার্থক‍্যের ফলে অনেক বেশি তফাৎ লক্ষ্য করা যায়। শাওমি শুরু থেকেই কম দামে ফোন লঞ্চ করে এক নাম্বার জায়গা দখল করে নিয়েছে। শাওমিকে দেখে স‍্যামসাংও তাদের রণনীতি বদলে এবছর তাদের “গ‍্যালাক্সি এম” ও “গ‍্যালাক্সি এ” সিরিজে নতুন কিছু অসাধারণ ফোন পেশ করে। শাওমি ও স‍্যামসাঙের নতুন পদ্ধতি দেখে অন‍্যান‍্য কোম্পানিও ক্রমশ এক‌ই রাস্তায় চলতে শুরু করেছে। এই লিস্টে এখন ভিভো জায়গা করে নিতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে ভিভো সম্পূর্ণ বদলে যাবে। লক্ষ্য করে থাকবেন কোম্পানি কিছু দিন আগে তাদের লোগো বদলে দিয়েছে এবং এবার তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বদলানোর পালা। ভিভো ভারতে নতুন ওয়াই, এস, জেড ও আইকিউ সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। 91মোবাইলস একটি এক্সক্লুসিভ তথ্যের মাধ্যমে কোম্পানির 2019 সালের রোডম্যাপ সম্পর্কে জানতে পেরেছে। ভিভোর এক নাম জানাতে অনিচ্ছুক উচ্চপদস্থ আধিকারিক এই তথ্য দিয়েছেন।

শাওমির 10টি স্মার্টফোন পারে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

কোম্পানির প্ল‍্যান

ভারতে স্যামসাং প্রথম স্মার্টফোন নির্মাণকারী কোম্পানির খেতাব হারিয়ে ফেলেছে। কিন্তু তাও কোম্পানি এখন পুরো দমে সেই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করে চলেছে। এই কারণেই স‍্যামসাং গ‍্যালাক্সি এম ও গ‍্যালাক্সি এ সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। কিন্তু এবার কোম্পানিকে দ্বিতীয় স্থানে টিকে থাকার জন‍্য‌ও কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এবিষয়ে ভিভোর সেই আধিকারিক জানান “2019 সালে ভিভো সবচেয়ে বেশি স‍্যামসাঙের সঙ্গে টেক্কা দিতে চলেছে। প্রতিটি সেগমেন্টেই এবার কোম্পানি স‍্যামসাংকে টেক্কা দেবে। কম বাজেটের জন্য আছে ওয়াই3। আবার মাঝারি বাজেটে স‍্যামসাংকে প্রতিযোগিতায় ফেলার জন্য আছে ওয়াই5 এবং জেড সিরিজের নতুন ফোন। আবার হাইএন্ড ফ্ল‍্যাগশিপের ক্ষেত্রে কোম্পানি স‍্যামসাঙের সঙ্গে সঙ্গে ওয়ানপ্লাসকেও টেক্কা দেবে। এর জন্য আইকিউ সিরিজ ভারতে লঞ্চ করা হবে।”

প্রোডাক্ট

তিনি বলেছেন “এবার কোম্পানি অনলাইন থেকে অফলাইন সব ক্ষেত্রেই বিরাজ করবে। অনলাইনে মাঝারি বাজেটে কোম্পানি এস1 মডেল পেশ করবে। আবার এয়াই3 ও ওয়াই5 অফলাইনে সেল করা হবে। জেড সিরিজ সম্পর্কে কিছু জানা যায়নি। আইকিউ সিরিজে প্রিমিয়াম ফোন লঞ্চ করা হবে।”

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম

ভিভো এস1

কিছু দিন আগে ভিভো এস1 সম্পর্কে একটি লিক থেকে জানা যায় এই ফোনটির স্পেসিফিকেশন অধেকটা ভিভো ভি15 এর মতোই হবে এবং ভারতেও এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে। জানা গেছে এই ফোনটির দাম অত্যন্ত অ্যাগ্ৰেসিভ হবে। ভারতে ফোনটি 15,000 টাকার কম বাজেটে লঞ্চ করা হবে এবং এটি অনলাইন এক্সক্লুসিভ হতে পারে।

ভিভো ওয়াই3 ও ওয়াই5

কোম্পানি ওয়াই3 ও ওয়াই5 ফোনদুটি সরাসরি স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ ও গ‍্যালাক্সি এ সিরিজকে চ‍্যালেঞ্জ করে লঞ্চ করবে। জানা গেছে ভিভো ওয়াই3 ফোনটি কোম্পানি 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে লঞ্চ করবে। তবে ওয়াই5 একটু দামি হবে। ভিভো ওয়াই5 এর দাম কোম্পানি 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে রাখবে। ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে শোনা যাচ্ছে এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি আইপিএল চলাকালীন এই ফোন লঞ্চ করবে।

89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

গেমিং ফোন আইকিউ

কিছু দিন আগে ভিভো চীনে তাদের নতুন সাব ব্র‍্যান্ড আইকিউ পেশ করে। এতে কোম্পানি অসাধারণ স্পেসিফিকেশন‌ওয়ালা গেমিং ফোন লঞ্চ করে। জানা গেছে আইকিউ ফোন ভারতেও লঞ্চ করা হবে। ফোনটি মে মাসের শেষের দিকে বা জুন মাসে ভারতে লঞ্চ করা হতে পারে। ভারতে আইকিউ ফোন 30,000 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হবে।

পুরোনো মডেল

আগেই বলা হয়েছে কোম্পানি তাদের পুরো পোর্টফোলিও বদলাতে চলেছে। তাই যেসব ফোন আগে লঞ্চ হয়েছে এবং এখন সেল করা হয় সেগুলির দাম কমানো হবে। লক্ষ্য করে থাকবেন কিছু দিন আগে ভিভো ওয়াই95 ও ওয়াই83 এর দাম কমানো হয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে অন‍্যান‍্য ফোনের‌ও দাম কমানো হবে এবং কোম্পানি বিপুল পরিমাণ ছাড় দিয়ে সেল করে কিছু ফোন বন্ধ করে দেবে। কয়েক দিন আগে খবর পাওয়া গেছে কোম্পানি এখন ভিভো ভি11 প্রোর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এবং কিছু রাজ‍্যের স্টোরে এখন এই ফোন পাওয়া যাচ্ছে না।

হিন্দিতে পড়তে চাইলে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here