8GB RAM ও 48MP ক‍্যামেরাসহ লঞ্চ হলো Vivo Y73s, জেনে নিন দাম ও ফিচার

ভিভো তাদের একটি নতুন 5জি স্মার্টফোন মিড বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করেছে। এই নতুন ফোনটি কোম্পানি তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y73s নামে পেশ করেছে। এই ফোনটি আপাতত কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে সেল করবে। অন‍্যান‍্য মার্কেটে ফোনটি সেল করা হবে কি না, হলে আদৌ কবে হবে সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ডিজাইনের দিক থেকে এই ফোনটি বিগত কয়েক মাসে লঞ্চ করা অন‍্যান‍্য ভিভো স্মার্টফোনের মতোই দেখতে।

আরও পড়ুন: 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

ডিসপ্লে ও ডিজাইন

এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এর নিচের দিকে চ‌ওড়া বেজল রয়েছে। Vivo Y73s এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এতে 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 20:9 এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.1 শতাংশ।

স্পেসিফিকেশন

এই নতুন ফোনটি মিডিয়াটেক হেলিও 720 চিপসেটে রান করে। এছাড়া Vivo Y73s এ 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

আরও পড়ুন: জানা গেল 6000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M31 Prime Edition এর দাম, জেনে নিন ফিচার

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y73s এ 4,100 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির কথা অনুযায়ী এই ব‍্যাটারী 511 ঘন্টা স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম। ভোএলটিই নেটওয়ার্কেও এই ফোনটি 18.8 ঘন্টা টকটাইম দেবে বলে জানা গেছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo Y73s এর ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 4230mAh ব‍্যাটারী, 3GB RAM ও 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ আসছে ওপ্পোর সস্তা স্মার্টফোন OPPO A15

দাম

চীনে Vivo Y73s ফোনটির দাম রাখা হয়েছে CYN 1,998 অর্থাৎ প্রায় 21,700 টাকা। এই ফোনটি চীনের বাইরে অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে কি না সেবিষয়ে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সিলভার মুন ও ব্ল‍্যাক মিরর কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here