Exclusive : অফলাইন স্টোরে শুরু হলো Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং, চালু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন‌ও

আগেই বলা হয়েছে 7 আগস্ট Galaxy Note 10 লঞ্চ করা হবে। এর জন্য কোম্পানি আমেরিকার নিউইয়র্কে একটি ইভেন্টের আয়োজন করেছে। এটি একটি গ্লোবাল ইভেন্ট এবং এই ইভেন্টের মঞ্চে ফোনটির সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন জানিয়ে দেওয়া হবে। Galaxy Note 10 এর এই লঞ্চ ইভেন্ট আপনি ভারতে বসেও দেখতে পারবেন। যদিও এই ইভেন্টের পর ফোনটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করা হবে কিন্তু সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। কিন্তু আমরা Samsung Galaxy Note 10 এর ব‍্যাপারে এক্সক্লুসিভ খবর পেয়েছি। ভারতে অফলাইন স্টোরে Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং চালু হয়ে গেছে।

Xiaomi এর উপহার : রিটেইল স্টোরেও বেচা হবে Redmi K20 ও Redmi K20 Pro, জেনে নিন অফলাইন দাম

এই খবর শুনে আমরা সশরীরে স্টোরে গিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং জানতে পারি সত্যি সত্যিই Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং নেওয়া হচ্ছে। তবে ফোনটির প্রিবুকিঙের জন্য কোম্পানির পক্ষ থেকে কোনো দাম ঠিক করা হয়নি বা কোনো বিশেষ অফার সম্পর্কেও বলা হয়নি। তবে এখন থেকেই স্টোরে গিয়ে Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং করতে পারবেন। আমরা এই খবর দিল্লির একটি স্টোর থেকে পেয়েছি।

কিভাবে করবেন অনলাইন রেজিস্ট্রেশন?
অফলাইনে প্রিবুকিং ছাড়াও অনলাইনেও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি Samsung Galaxy Note 10 এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড?

1. এর জন্য আপনাকে স‍্যামসাঙের ওয়েবসাইটে যেতে হবে।
2. এরপর ওয়েবসাইটের হোম পেজেই “Galaxy Unpacked” এর অপশন পাবেন।
3. এখানে প্রিরেজিস্ট্রেশনের অপশন পাবেন, এতে ক্লিক করূন।
4. এরপর একটি নতুন পেজ ওপেন হবে।
5. এখানে সবার আগে আপনার নাম লিখতে হবে।
6. এরপর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লেখার জায়গা থাকবে। সেগুলি লিখে নিচে কিছু পছন্দের ফিচার বেছে নেওয়ার অপশন থাকবে। এতে ক্লিক করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে এবং ভারতে Samsung Galaxy Note 10 লঞ্চ হ‌ওয়ামাত্র আপনাকে জানিয়ে দেওয়া হবে।

4 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হলো Oppo A9s, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে

যদিও এখানে কোথাও Samsung Galaxy Note 10 নাম লেখা নেই কিন্তু দুর্দান্ত এস পেন ফিচার গ‍্যালাক্সি নোট সিরিজেই দেখা যায় এবং কোম্পানি এর জন‍্য‌ই রেজিস্ট্রেশন করছে।

Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর স্পেসিফিকেশন
এতদিনে অনেক লিকে বলা হয়েছে যে কোম্পানি Samsung Galaxy Note 10 এর সঙ্গে Samsung Galaxy Note 10+ মডেল‌ও লঞ্চ করতে পারে। দুটি ফোনে মূলত ডিসপ্লে, স্টোরেজ ও ক‍্যামেরার পার্থক্য দেখা যেতে পারে। কিছু দিন আগেই Samsung Galaxy Note 10+ মডেলটি কোম্পানির ওয়েবসাইটেও লিস্টেড হয়ে গেছে। পরে আবার এটি সরিয়ে দেওয়া হয়। স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে Samsung Galaxy Note 10 এ 6.3 ইঞ্চির স্ক্রিন দেখা যেতে পারে। তবে Samsung Galaxy Note 10+ এ 6.8 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। কোম্পানি এটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করতে পারে যা ইনফিনিটি ও নামে পরিচিত।

Samsung Galaxy A90 5G পেল ওয়াইফাই সার্টিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

Samsung Galaxy Note 10 সিরিজ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 এবং এক্সিনস 9825 চিপসেটযুক্ত হতে পারে। ভারতে এক্সিনস চিপসেট মডেল লঞ্চ হ‌ওয়ার সম্ভাবনাই বেশি। র‍্যাম ও রমের দিক থেকে কোম্পানি এতে 8 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। এছাড়া 256 জিবি স্টোরেজ অপশন থাকবে। তবে প্লাস মডেলে 512 জিবি মেমরি থাকবে বলে জানা গেছে।

Samsung Galaxy Note 10 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। কোম্পানি এতে 12 মেগাপিক্সেলের মেইন ক‍্যামেরা সেন্সরের সঙ্গে পেশ করতে পারে যা ওয়াইড অ্যাঙ্গেল ফিচার সাপোর্ট করে। দ্বিতীয় সেন্সরটি 16 মেগাপিক্সেলের এবং এটি আল্ট্রা ওয়াইড অ্যঙ্গেল সাপোর্ট করতে পারে। তৃতীয় সেন্সরটি জুম সাপোর্ট করবে এবং এটি 12 মেগাপিক্সেলের হবে। সেলফি ক‍্যামেরা সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি তবে শোনা যাচ্ছে এতে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy Note 10 এ 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। তবে Samsung Galaxy Note 10+ এ 4,300 এম‌এএইচের ব‍্যাটারী থাকার সম্ভাবনা আছে। দুটি ফোনেই 25 ওয়াট ফাস্ট চার্জার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here