Samsung Galaxy A90 লঞ্চের আগেই এই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ পেয়েছে। জানা গেছে কোম্পানি এই ফোনটির 4G ভার্সনের সঙ্গে সঙ্গে 5G ভার্সনও লঞ্চ করবে। কয়েক মাস আগে Samsung Galaxy A90 ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এই ফোনটি মার্কেটে SM-A908B মডেল নাম্বারের সঙ্গে লঞ্চ করা হবে। এবার Samsung Galaxy A90 5G ফোনটি ওয়াইফাই অ্যালায়েন্সে স্পট করা হয়েছে।
Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম
WIFI Alliance সার্টিফিকেশন পেজে ফোনটির ব্যাপারে বেশি তথ্য দেওয়া হয়নি। তবে সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী এই ডিভাইস অ্যান্ড্রয়েড 9 পাই ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 802.11 ac যুক্ত হবে। এছাড়া কিছু দিন আগে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A90 5G তে 48 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। একটি অন্য রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A90 এর 5G ভার্সন দক্ষিণ কোরিয়া ছাড়াও আরও কয়েকটি ইউরোপিয়ান মার্কেটে পেশ করা হবে। এতে 4,500 এমএএইচ ব্যাটারী দেওয়া হতে পারে।
8 আসতে চলেছে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রথম লঞ্চ ভারতেই
সম্ভাব্য ফিচার
এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও Samsung Galaxy A90 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা আছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। এই ফোনটি Tilt OIS টেকনোলজি ব্যবহার করে বানানো হতে পারে। মনে করা হচ্ছে এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের আলাদা ভার্সন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন