4 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হলো Oppo A9s, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে

Oppo গত মাসে ভারতে তাদের “এ” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন Oppo A9 লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 15,490 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা দেশের অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হয়। এবার এই সিরিজের আরও একটি নতুন ফোন Oppo A9s এর তথ্য ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। একটি নতুন লিক থেকে Oppo A9s এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy A90 5G পেল ওয়াইফাই সার্টিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

Oppo A9s সম্পর্কে এই নতুন লিক বিখ্যাত টিপস্টার স্ল‍্যাশ লিকের থেকে পাওয়া গেছে। এই লিকে Oppo এর আগামী স্মার্টফোন OPPO PCHM10 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। এই মডেলটিকে ওপ্পো এ সিরিজের আগামী স্মার্টফোন Oppo A9s বলা হয়েছে। স্ল‍্যাশ লিক ছাড়া এই এক‌ই মডেল নাম্বারের সঙ্গে ফোনটি চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও লিস্টেড করা হয়েছে এবং এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে।


স্পেসিফিকেশন
Oppo A9s অর্থাৎ OPPO PCHM10 মডেল নাম্বারসহ লিস্টেড হ‌ওয়া ফোনটি সম্পর্কে লিকে বলা হয়েছে এই ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। লিকে ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু বলা হয়নি তবে সেখানে উল্লেখ করা আছে এই ওপ্পো ফোনটির ডিসপ্লে 298 পিপিআই কোয়ালিটিযুক্ত হবে।

Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

লিক অনুযায়ী Oppo A9s অ্যান্ড্রয়েড 9.0 পাইসহ কালার ওএস 6.0.1 এর সঙ্গে পেশ করা হতে পারে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করবে। লিকে আরও বলা হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটযুক্ত বলা হয়েছে। জানিয়ে রাখি, যদি এই লিকের তথ্য সত্যি হয়ে থাকে তবে Oppo A9s কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে।

গীকবেঞ্চে বলা হয়েছে Oppo A9s এ 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং এই বেঞ্চমার্কিং সাইটে 128 জিবি ইন্টারনাল স্টোরেজের কথাও বলা হয়েছে। লিক থেকে জানা গেছে এতে হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 610 জিপিইউ থাকবে। গীকবেঞ্চ স্কোরের দিক থেকে এই ফোনটি সিঙ্গেল কোরে 1560 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে Oppo A9s 5305 স্কোর পেয়েছে।

8 আসতে চলেছে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রথম লঞ্চ ভারতেই

যতক্ষণ না কোম্পানির পক্ষ থেকে ফোনটি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছে ততক্ষণ Oppo A9s এর এইসব স্পেসিফিকেশন সঠিক বলে মানা ঠিক নয়। এখন কোম্পানির তরফ থেকে ফোনটি সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here