এক্সক্লুসিভ : এইসব স্পেসিফিকেশনের সঙ্গে ভিভো ভি11 হবে ভারতে লঞ্চ

টেক কোম্পানি ভিভো ভারতে ভি11 প্রো লঞ্চ করেছে। এটি ভারতে লঞ্চ হ‌ওয়া ভিভোর প্রথম ভি শেপের নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। কোম্পানি এই ডিসপ্লেকে হ‍্যালো নচ নাম দিয়েছে। ভিভো ভি11 প্রো লঞ্চ করার সময়‌ই কোম্পানি জানিয়ে দিয়েছিল কোম্পানি এই সিরিজেই আরও একটি স্মার্টফোন ভি11ও লঞ্চ করবে। কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনটির নাম ছাড়া অন্য সব তথ্য গোপন রেখেছে। কিন্তু 91মোবাইলস সূত্রের মাধ্যমে ভিভো ভি11 সম্পর্কিত তথ্য জোগাড় করেছে যা র মধ্যে ফোনের স্পেসিফিকেশন‌ও আছে।

91মোবাইলস খবর পেয়েছে কোম্পানি ভিভো ভি11 ফোনটি হ‍্যালো নচ ডিসপ্লের সঙ্গে পেশ করবে। ভিভো ভি11 প্রোতে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছিল, তবে ভিভো ভি11 এর সেটা দেখা যাবে না। ভিভো ভি11 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ভিভো ভি11 প্রোতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছিল এবং ভি11 এ মিডিয়াটেক পি60 চিপসেট রান করবে।

ভিভো ভি11 এ 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং এর সঙ্গে এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ভি11 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর থাকবে। এতে ফ্রন্ট প‍্যানেলে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেখা যাবে। কোম্পানি ভিভো ভি11 23,000 টাকা দামে লঞ্চ করতে পারে।

ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত ভি11 এর লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি তবে আশা করা হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। সূত্র থেকে জানা গেছে কোম্পানি ফোনটি মূলত টিয়ার 3 ও টিয়ার 4 শহরের জন্য আনতে চায় এবং অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে এই ফোনটি সেল করার মূল ফোকাস অফলাইন রিটেইল স্টোরগুলি হবে।

আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করে দেবে। ভিভো ভি11 প্রোর দাম, ফিচার ও।স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here