লঞ্চের আগেই চলে এলো OnePlus 7T এর ডিজাইন, ট্রিপল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

OnePlus ভারতে তাদের প্রথম ফোন OnePlus 1 লঞ্চের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। সেই সময় দাঁড়িয়ে কোম্পানি বছরে একটি করেই ফোন লঞ্চ করত। কিন্তু 2017 সালে কোম্পানি OnePlus 3 লঞ্চ করে এবং এর কয়েক মাস পরেই কোম্পানি নিয়ে আসে OnePlus 3T। এরপর OnePlus 5 এবং তারপর OnePlus 5T এবং OnePlus 6 এর পর OnePlus 6T পেশ করে। এবছরের মে মাসে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন OnePlus 7 লঞ্চ করা হয় এবং এরপর থেকেই OnePlus 7T লঞ্চের ব‍্যাপারে সমালোচনা শুরু হয়ে যায়। এখন শোনা যাচ্ছে কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসে OnePlus 7T এবং OnePlus 7T Pro স্মার্টফোন লঞ্চ করে দেবে। এবার ফোনটির প্রথম রেন্ডার ইমেজ পাওয়া গেছে যার থেকে ফোনটির লুক এবং স্টাইল সম্পর্কে ধারণা করা যায়।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হলো LG K50s, সঙ্গে এলো LG K40s

OnePlus 7T এর এই রেন্ডার প্রাইসবাবা ওয়েবসাইট প্রকাশ করেছে এবং এটি পৃথিবীর অন‍্যতম টিপস্টার আনলিকের সহযোগিতায় বানানো হয়েছে। মনে করা হচ্ছে আগামী মাসেই কোম্পানি OnePlus 7T পেশ করে দিতে পারে। এই ফোনটি OnePlus TV এর সঙ্গে 26 নভেম্বর লঞ্চ করা হতে পারে। ওয়েবসাইটে ফোনটির রেন্ডার ইমেজের সঙ্গে 360 ডিগ্রি ভিডিওও আপলোড করা হয়েছে। এর সঙ্গে আনলিকস আরও বলেন যে OnePlus 6T এর মতোই OnePlus 7T এর‌ও ম‍্যাকলাইন (সেনা) এডিশন কোম্পানির পক্ষ থেকে পেশ করা হবে।

OnePlus 7T ডিজাইন
ফোটোয় স্পষ্ট দেখা যাচ্ছে এবার কোম্পানি OnePlus 7T এর ব‍্যাক প‍্যানেলে গোল রিঙের মধ্যে ট্রিপল ক‍্যামেরা দেবে। এর আগে মোটোরোলা তাদের ফোনে এধরনের গোল রিঙের মধ্যে ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। তবে OnePlus একটু আলাদাভাবে কাজ করেছে। কোম্পানি গোল সার্কেলের মধ্যে হরাইজন্টাল শেপে ক‍্যামেরা দিয়েছে। ডান ও বাঁদিকের ক‍্যামেরার জন্য দুটি অ্যারো অর্থাৎ তীর চিন্হ বানিয়ে তার মধ্যে ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি তীব্র যেখানে মুখোমুখি মিলছে সেখানে মাঝের ক‍্যামেরা অবস্থিত। এই ক‍্যামেরার নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে।

BSNL পেশ করলো নতুন প্রিপেইড প্ল‍্যান, 50 টাকারও কম দামের এই প্ল‍্যানে পাওয়া যাবে 180 দিনের ভ‍্যালিডিটি

ফোনের ব‍্যাক প‍্যানেল একটু কার্ভড এবং এটি গ্লাস দিয়ে তৈরি। এর আগে OnePlus 7 এর ক্ষেত্রেও এই ধরনের ডিজাইন লক্ষ্য করা গেছে। ব‍্যাক প‍্যানেলে ফোন বডির মাঝামাঝি কোম্পানির লোগো দেওয়া হয়েছে।

ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ফ্ল‍্যাট ডিসপ্লের সঙ্গে “ভি” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন দেখা যাবে। আরও বলা হয়েছে যে ফোনটির ডায়মেনশন হবে 161.2 × 74.5 × 8.3 এম‌এম এবং ফোনটির ফ্রন্ট প‍্যানেলে সিঙ্গেল ক‍্যামেরা সেন্সর থাকবে।

OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস

ফোনটিতে ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। এছাড়া নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এর সঙ্গে নিচের প‍্যানেলেই স্পীকার গ্ৰিন ও সিম ট্রে দেওয়া হয়েছে।

OnePlus 7T স্পেসিফিকেশন
ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি তবে আগের কিছু লিক অনুযায়ী এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হতে পারে। OnePlus 7T তে কোম্পানি ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন ব‍্যবহার করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here