লকডাউনের সময় বন্ধুদের সঙ্গে খেলার জন্য বেস্ট অনলাইন গেম

করোনা ভাইরাসের প্রকোপে বর্তমানে গোটা বিশ্বে সব ধরনের ব‍্যাবস্থাপনা রীতিমতো থামিয়ে দেওয়া হয়েছে। এইদিকে ভারতে আগামী 14 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষ বাড়ি বসে তাদের একঘেয়ে সময় কাটানোর জন্য নানা ধরনের কাজ করছেন। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সময় কাটানোর জন্য কিছু মোবাইল গেমের একটি লিস্ট তৈরি করেছি যেগুলি খেলে খুব সহজেই আপনারা আপনাদের সময় কাটাতে পারবেন।

আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Redmi K30 Pro, লঞ্চ হবে POCO F2 হিসেবে

আজ আমরা মূলত সেইসব গেম সম্পর্কে কথা বলব যেগুলিতে মাল্টিপ্লেয়ার অপশন আছে এবং যেগুলি অনলাইনে বন্ধুদের সঙ্গে খেলা যায়। গুগল প্লে স্টোরে এই ধরনের প্রচুর গেম আছে। কিন্তু আমরা এগুলির মধ্যে থেকে বেস্ট খুঁজে মাত্র পাঁচটি মোবাইল গেমের লিস্ট তৈরি করেছি।

PUBG

এই লিস্টে বলতে গেলে নিজে থেকেই সবার ওপরে জায়গা করে রেখেছে প্লেয়ার আননোন্স ব‍্যাটেলগ্ৰাউন্ড অর্থাৎ PUBG। আজকের দিনে দাঁড়িয়ে এই গেমটির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া হয়ত সত্যিই কষ্টসাধ্য বিষয়। এই গেমটি লঞ্চের পর থেকেই কম বয়সী মোবাইল ইউজারদের একটি বড় অংশ এই গেমের নেশায় বুঁদ হয়ে রয়েছে। এই গেমটি নিজের বন্ধুদের সঙ্গে খেলা যায়। এতে সর্বাধিক চারজনের একটি গ্ৰুপ হয়। সবচেয়ে বড় কথা গেম খেলার সময় এতে বন্ধুদের সঙ্গে কথাও বলা যায়। এই গেমের গ্ৰাফিক্স সত্যিই অসাধারণ।

আরও পড়ুন: Jio বিনামূল্যে দিচ্ছে 498 টাকার রিচার্জ, আদৌ কি সত্যি?

Ludo King

এই গেমটি আমাদের সবার ছোটবেলায় খেলা প্রিয় লুডোর ডিজিটাল ভার্সন। এই লুডো কিং গেমটি আপনি ও আপনার তিনজন বন্ধু মিলে অর্থাৎ চারজন একসাথে খেলতে পারবেন। সবচেয়ে বড় কথা এই গেমটি কম র‍্যাম ও স্টোরেজযুক্ত ফোনেও খুব সহজেই খেলা যায়। এমনকি এই গেমে ‘Snack & Ladder’s অপশন‌ও আছে।

Call of Duty Mobile

PUBG এর জনপ্রিয়তা দেখে বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ব‍্যাটেল রয়‍্যাল গেম কল অফ ডিউটি এর মোবাইল ভার্সন পেশ করা হয়। এই গেমে 5vs5 গেম মোড আছে এবং এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এই গেমে আলাদা আলাদা ম‍্যাপ ও লোকেশনে পাঁচজন প্লেয়ারের টীম একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে।

আরও পড়ুন: হরিয়ানায় ব্লাস্ট হল Realme 5, একটুর জন্য বেঁচে গেলেন ইউজার

Asphalt 9

অ্যাসফাল্ট 9 আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের অন‍্যতম সেরা রেসিং গেম। আপনি যদি রেসিং গেমের ভক্ত হয়ে থাকেন তবে এই গেমটি আপনার সত্যিই খুব বেশি পছন্দ হবে। এই গেমটি লো গ্ৰাফিক্স থেকে শুরু করে হাই গ্ৰাফিক্স পর্যন্ত সব ধরনের ফোনে খেলা যায়। এই গেমে গাড়ির সঙ্গে সঙ্গে রেসিং ট্র‍্যাক পর্যন্ত নিজে থেকে সিলেক্ট করা যায়।

Rules of Survival

পাবজি ও কল অফ ডিউটির মতোই রুলস অফ সার্ভাইভাল‌ও একটি ব‍্যাটেল রয়‍্যাল গেম। এই গেমটি ফিচারের দিক থেকে অনেকটাই পাবজির মতো। এই গেমে নিজের বন্ধুদের সঙ্গে একটি গ্ৰুপ তৈরি করে অন‍্য গ্ৰুপের সঙ্গে লড়তে হয়। পাবজির মতোই যে টীম শেষ পর্যন্ত টিকে থাকে সেই টীম‌ই যেতে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here