Android 12 এর সঙ্গে Google লঞ্চ করল Pixel 5A 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে ফ্ল‍্যাগশিপ এক্সপেরিয়েন্স

গুগল গত মে মাসে তাদের বার্ষিক সভা Google I/O 2021 এর আয়োজন করেছিল এবং এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই সবচেয়ে লেটেস্ট এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 লঞ্চ করা হয়। এর আগে টেক জগতে কানাঘুষো চলছিল এই ইভেন্টের মঞ্চেই কম দামের Pixel 5A স্মার্টফোন লঞ্চ করা হবে, কিন্তু তা হয়নি। অবশেষে আজ এই অপেক্ষায় বিরাম টেনে কোম্পানি 6 জিবি র‍্যাম, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট এবং 4,680 এম‌এএইচের ব‍্যাটারিযুক্ত Google Pixel 5A 5G স্মার্টফোন লঞ্চ করেছে।

আরও পড়ুন: আপনি কি TV তে সমস্ত চ‍্যানেল দেখেন না? জেনে নিন নিজের পছন্দ মতো প‍্যাকেজ তৈরির পদ্ধতি

স্পেসিফিকেশন

প্রথমেই জানিয়ে রাখি গুগল তাদের এই ফোনটিকে Affordable Premium Smartphone ট‍্যাগের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 6.34 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন OLED প‍্যানেল দিয়ে তৈরি এবং 700 নিটস ব্রাইটনেসের পাশাপাশি 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের চারদিক বেজল লেস এবং স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত।

Google Pixel 5A 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 12 এ আপডেট হয়ে যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপডেট হবে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: 8GB RAM, 108MP ক‍্যামেরা এবং Android 13 আপডেটের সঙ্গে ভারতে লঞ্চ হল Motorola Edge 20 Fusion

ফোটোগ্রাফির জন্য Google Pixel 5A 5G তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12.2 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে এবং এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই সেকেন্ডারি সেন্সরটি 177 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক‍্যাপচার করতে সক্ষম। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Google Pixel 5A 5G ফোনটি ডুয়েল মোড 5জি সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশন 156.2 × 73.2 × 8.8 এম‌এম এবং ওজন 183 গ্ৰাম। এই ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য কোম্পানির পক্ষ থেকে একে IP67 সার্টিফাইড করা হয়েছে। এন‌এফসি সহ অন‍্যান‍্য বেসিক কানেক্টভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটি ফিচার হিসেবে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Google Pixel 5A 5G তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,680 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আরও পড়ুন: Motorola লঞ্চ করল ভারতের সবচেয়ে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন Motorola Edge 20, এতে রয়েছে 108MP ক‍্যামেরা

দাম

আগেই বলেছি Google Pixel 5A 5G ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে $449 অর্থাৎ ভারতীয় টাকায় 33,000 টাকা। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আন্তর্জাতিক মার্কেটের মধ্যে আমেরিকা ও জাপানে Google Pixel 5A 5G ফোনটি Mostly Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here