থিয়েটারের পর এই OTT-তে আসছে নাগার্জুনের ‘The Ghost’, জেনে নিন রিলিজ ডেট

আপনিও যদি সেইসব দর্শকদের মধ্যে একজন হয়ে থাকেন যারা বলিউডের থেকে দক্ষিণের ছবি দেখতে বেশি পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য একটি দারুণ খবর রয়েছে। আসলে, সাউথের সিনেমা প্রেমীদের জন্য, তেলেগু স্টার নাগার্জুনের সিনেমা The Ghost বড় পর্দার পরে ওটিটি-তে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটির OTT রিলিজ ডেট এবং সিনেমাটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেটা প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের জানাবো যে নাগার্জুনের The Ghost কবে এবং কোন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আরও পড়ুন: Realme 10 সিরিজ লঞ্চ কনফার্ম, নভেম্বরে লঞ্চ হবে তিনটি নতুন Realme মোবাইল

এই ওটিটিতে মুক্তি পাবে The Ghost

Netflix তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছে যে নাগার্জুন এবং সোনাল চৌহান অভিনীত The Ghost আগামী 2 নভেম্বর থেকে স্ট্রিম হবে। অর্থাৎ, আপনি যদি এই ছবিটি বড় পর্দায় না দেখে থাকেন, তাহলে আগামী মাসের 2 তারিখ ঘরে বসে Netflix এ দেখতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

Praveen Sattaru পরিচালিত এই তেলেগু অ্যাকশন ফিল্মটি 5 অক্টোবর সিনেমাহলে মুক্তি পেয়েছিল। যদিও সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং সিনেমাহলে রিলিজের এক মাসের মধ্যে OTT-তে রিলিজ করা হচ্ছে। আরও পড়ুন: এবার ইলন মাস্কের হাতে টুইটার, CEO পরাগ আগরওয়াল সহ শীর্ষ আধিকারিকদের বাইরের রাস্তা দেখালেন ইলন মাস্ক

তেলেগু অভিনেতা নাগার্জুনের এই ছবিতে অভিনয় করেছেন সোনাল চৌহান, গুল পানাগ, আনিখা সুরেন্দ্রন, মনীশ চৌধুরী এবং রবি ভার্মা। এছাড়াও শ্রী ভেঙ্কটেশ্বর সিনেমাস LLP দ্বারা সমর্থিত, The Ghost প্রযোজনা করেছেন নারায়ণ দাস কে নারাং, পুষ্কুর রাম মোহন রাও এবং শরথ মারার।

ভারতে Netflix প্ল্যান

আপনি যদি এই সিনেমাটি দেখতে চান কিন্তু, আপনার কাছে Netflix সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আপনি Netflix-এর সবচেয়ে লো বাজেট প্ল্যানটি শুধুমাত্র মাসিক 149 টাকায় পেয়ে যাবেন। প্রিমিয়াম প্ল্যান এখন প্রতি মাসে 799 টাকা থেকে কমিয়ে 649 টাকা করা হয়েছে। যদিও 149 টাকার প্ল্যানটি শুধুমাত্র Mobile Only, তাই আপনি শুধুমাত্র আপনার ফোনেই কন্টেন্ট দেখতে পারবেন। আরও পড়ুন: দেখে নিন 15,000 টাকার কম বাজেটে সেরা 5G ফোনের তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here