ভারতে লঞ্চ হলো Honor 20 ও Honor 20 Pro, ফিচার দেখে অবাক হতে হয়

আজ ভারতে Honor 20 Pro, Honor 20 ও Honor 20i স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। লঞ্চের আগেই জানা গেছিল Honor 20 সিরিজ এক্সক্লুসিভ ফ্লিপকার্টে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বেচা হবে।

64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A70s এর সঙ্গেই ভারতে লঞ্চ হবে Galaxy A20s ও Galaxy A30s

গত মাসে লন্ডনে Honor 20 ও Honor 20 Pro এর অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে। অপরদিকে Honor 20i ফোনটি এবছর এপ্রিলে চীনে লঞ্চ করা Honor 20 Lite ফোনটির মতোই।

দাম ও সেল
Honor 20 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Honor 20 Pro এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। Honor 20 ফোনটি আগামী 25 জুন থেকে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে সেল করা হবে। তবে Honor 20 Pro এর সেল সম্পর্কে কিছু জানা যায়নি।

মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হলো 6 জিবি র‍্যাম, ডুয়েল সেলফি ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Infinix Hot 7 Pro

Honor 20 এর ফিচার ও স্পেসিফিকেশন
Honor 20 তে 6.26 ইঞ্চির ফুল এইচডি+ অল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.6 শতাংশ। Honor 20 তে হুয়াই তাদের কিরিন 980 প্রসেসর দিয়েছে। এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের সঙ্গে 117 ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল‌ওয়ালা 2 মেগাপিক্সেলের ডেপ্থ অ্যাসিস্ট ক‍্যামেরা সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে যা এফ/2 4 অ্যাপার্চারযুক্ত। ভিডিও কল ও সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে।

Reliance Jio এর উপহার : গিগাফাইবার ইউজারদের জন্য পেশ করা হলো সস্তা প্ল‍্যান

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 20 তে 3,750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 22.5 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

Honor 20 Pro এর বিচার ও স্পেসিফিকেশন
Honor 20 Pro ফোনটি কোম্পানির লঞ্চ করা Honor 20 ফোনটির অ্যাডভান্স ভার্সন। ব‍্যাটারী ও ক‍্যামেরার দিক থেকে ফোনদুটি আলাদা। Honor 20 Pro তে কোম্পানি 6.26 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি আইপিএস ডিসপ্লে দিয়েছে। এই ফোনে হুয়াইয়ের হাইএন্ড HiSilicon Kirin 980 অক্টাকোর SoC দেওয়া হয়েছে যা 7 এন‌এম FinFET টেকনোলজিতে তৈরি। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি আছে।

চলে এলো LG W সিরিজ, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে হবে লঞ্চ, Galaxy M সিরিজের থেকেও সস্তা হবে এই ফোন

ফোটোগ্ৰাফির জন্য এতে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়েছে যা 3X অপ্টিক‍্যাল জুম সাপোর্ট করে। অন‍্য তিনটি সেন্সর যথাক্রমে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর দেওয়া হয়েছে।

Honor 20 Pro অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ম‍্যাজিক ইউআই 2.1 এ রান করে। এই ফোনটি 22.5 ওয়াট সুপার ফাস্ট চার্জিঙের সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here