হুয়াইয়ের সাব ব্র্যান্ড অনার লন্ডনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে Honor 20 ও Honor 20 Pro লঞ্চ করেছে। ইভেন্টে লঞ্চ করা Honor 20 Pro এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। আবার Honor 20 Lite ফোনটিও গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, তবে এই ফোনটি আগেই মালয়েশিয়া ও ইউনাইটেড কিংডমে লঞ্চ করা হয়ে গেছে।
Nokia 3.2 হল লঞ্চ, দাম 9,000 টাকারও কম
দাম
Honor 20 ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 499 ইউরো *প্রায় 38,775 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। তবে Honor 20 Pro এর 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 599 ইউরো (প্রায় 46,546 টাকা) রাখা হয়েছে। ফোনদুটির সেল কবে থেকে শুরু হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
আবার Honor 20 Lite এর দাম 299 ইউরো (প্রায় 23,000 টাকা) রাখা হয়েছে। ভারতে ফোনগুলির দাম কত হবে সেই তথ্য কোম্পানি 11 জুন শেয়ার করবে। তবে জানা গেছে ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনগুলি বেচা হবে।
তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?
এই দুটি ফোনই গ্ৰেডিয়েন্ট ফিনিশের সঙ্গে পেশ করা হয়েছে। Honor 20 ফোনটি সাফায়ার ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে। অপরদিকে Honor 20 Pro ফ্যান্টম ব্লু ও ফ্যান্টম ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Honor 20 স্পেসিফিকেশন
Honor 20 তে 6.26 ইঞ্চির এফএইচডি+ অল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.6 শতাংশ। Honor 20 তে হুয়াই তাদের কিরিন 980 প্রসেসর দিয়েছে। এতে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো Infinix S4, জেনে নিন দাম
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে চারটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের 117 ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেলযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ অ্যাসিস্ট ক্যামেরা সেন্সর ও একটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এতে পাওয়ার ব্যাকআপের জন্য 3,750 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে, যা 22.5 ওয়াট সুপার ফাস্ট চার্জ সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হতে সক্ষম।
Samsung Galaxy A9 এর দাম কমানো হলো 8,000 টাকা, পাওয়া যাবে মাত্র 24,990 টাকার বিনিময়ে
Honor 20 Pro স্পেসিফিকেশন
এই ফোনটি কোম্পানির লঞ্চ করা Honor 20 এর অ্যাডভান্স ভার্সন। দুটি ফোনের ব্যাটারী ও ক্যামেরা বাদ দিলে বাকি স্পেসিফিকেশন প্রায় একই রকম। Honor 20 Pro তেও কোম্পানি 6.26 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি আইপিএস ডিসপ্লে দিয়েছে।
এই ফোনে হুয়াইয়ের হাইসিলিকন কিরিন 980 অক্টাকোর এসওসি যোগ করা হয়েছে যা 7 ন্যানোমিটার FinFET টেকনোলজিতে তৈরি। এতে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
48 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে 28 মে লঞ্চ হবে Redmi K20 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনেও কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে 3এক্স অপ্টিক্যাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়েছে। এছাড়াও এতে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর দেওয়া হয়েছে।
Honor 20 Pro অ্যান্ড্রয়েড 9 পাইসহ ম্যাজিক ইউআই 2.1 এ কাজ করে। এই ফোনটি ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 22.5 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন