48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে 28 মে লঞ্চ হবে Redmi K20 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শাওমি খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ব‍্যাপারে স্বয়ং কোম্পানি টিজ করেছে। শাওমি ইন্ডিয়ার ম‍্যানেজিং ডাইরেক্টর মনু কুমার জৈন এই কথার হিন্ট দিয়েছিলেন যে কোম্পানির আগামী স্মার্টফোন হবে Redmi K20 যা ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে। এবার ফোনটির ভারতে লঞ্চের আগে চীনের লঞ্চ ডেট জানা গেছে।

ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে

চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে পোস্ট করা একটি অফিসিয়াল টিজার অনুযায়ী এই ফোনটি 28 মে লঞ্চ করা হবে। টিজার অনুযায়ী Redmi K20 বেজিঙে অনুষ্ঠিত একটি ইভেন্টের মঞ্চে লঞ্চ করা হবে। টিজারে বলা হয়েছে এই স্মার্টফোনে Sony IMX586 সেন্সরযুক্ত 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে। এছাড়া এই ফোনটি 960 FPS রেটে ইন্সেন্ড স্লো মোশান ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনটির স্ক্রিনশটের সাইজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি ফুল এইচডি+ (1080 × 2340 পিক্সেল) রেজলিউশন সাপোর্ট করবে।

পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে Realme X, দাম হবে 18 হাজার টাকার‌ও কম

কিছু লিকের তথ্য অনুযায়ী রেডমির এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও তৃতীয় সেন্সরটি 13 মেগাপিক্সেলের হবে। আশা করা হচ্ছে এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। জানা গেছে এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here