8 জিবি র‍্যাম, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X2

Xiaomi এর সাব ব্র‍্যান্ড হিসেবে POCO ভারতে যথেষ্ট খ‍্যাতি লাভ করেছে। ব্র‍্যান্ডের প্রথম স্মার্টফোন POCO F1 তার শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। এবার POCO শাওমির থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের স্মার্টফোন POCO X2 নামে পেশ করা হয়েছে। অসাধারণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: লিক হল Nokia 5.2 এর লাইভ ইমেজ, চারটি ক‍্যামেরাসহ হতে পারে লঞ্চ

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের POCO X2 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ডুয়েল পাঞ্চ হোল ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। অর্থাৎ এই ফোনে ফ্রন্ট প‍্যানেলে দুটি এবং ব‍্যাক প‍্যানেলে চারটি মিলিয়ে মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের ডানদিকে পাঞ্চ হোলের মধ্যে দুটি ক‍্যামেরা সেন্দর অবস্থিত। POCO X2 তে প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর 20 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরটি 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। POCO X2 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে POCO X2 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। পোকো তাদের এই ফোনটি 120 হার্টস রিফ্রেশরেটের সঙ্গে লঞ্চ করেছে, যা অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে। POCO X2 এর ব‍্যাক প‍্যানেলেও কর্নিং গোরিলা গ্লাসের কোটিং আছে।

আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, টিজ করল iQOO

POCO X2 ফোনটি মিইউআই 11 যুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে। POCO X2 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 27 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট

ভারতীয় মার্কেটে POCO X2 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের প্রাথমিক ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। এক‌ইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই তিনটি ভেরিয়েন্টের‌ই মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট

দাম ও সেল

POCO X2 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট অর্থাৎ 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।  আগামী 11 ফেব্রুয়ারি থেকে POCO X2 ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই ফোনটি ব্লু, পার্পল ও রেড কালার ভেরিয়েন্টে কেনা যাবে। জানিয়ে রাখি ICICI ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে POCO X2 এর সবকটি ভেরিয়েন্ট 1,000 কম দামে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here