মোবাইল ফোন প্রস্ততকারক কোম্পানি Huawei খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রথম পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি বর্তমান বাজারের অন্যান্য স্মার্টফোন যেমন OPPO K3, Redmi K20 ও Realme X কে টক্কর দিতে চলেছে।
12 জিবি র্যাম, 6,000 এমএএইচ ব্যাটারী ও স্ন্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2
জানালো কোম্পানি
কিছু দিন আগে আমাজন ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে একটি টিজার পোস্ট করেছিল, যার থেকে বোঝা যায় কোম্পানি 1 আগস্ট Huawei Y9 Prime 2019 লঞ্চ করবে। এবার কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টিজার জারি করে জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।
দাম
আপাতত ভারতে ফোনটির দাম কত হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটি মিডনাইট ব্ল্যাক, এমারাল্ড গ্ৰিন ও স্যাফায়ার ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। কিছু লিক ও রিপোর্ট অনুযায়ী কোম্পানি ফোনটি 19,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করতে পারে।
ট্রিপল রেয়ার ক্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি
ডিসপ্লে
ভারতে লঞ্চ হওয়ার আগেই এই ফোনটি আরও কয়েকটি মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে সেল করা হচ্ছে। তাই এই ফোনটির লঞ্চের আগেই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আমাদের কাছে আছে। Huawei Y9 Prime (2019) এ 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল।
প্রসেসর
হাই কোয়ালিটি প্রসেসিঙের জন্য কোম্পানি Huawei Y9 Prime (2019) এ হাইসিলিকন কিরীন 710 চিপসেট দিয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি51 এমপি4 জিপিইউ দেওয়া হয়েছে।
এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি
র্যাম ও স্টোরেজ
গ্লোবাল মঞ্চে Huawei Y9 Prime (2019) এর 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। তবে ভারতে এর আলাদা র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হতে পারে। এই ফোনটি ইএমইউআইযুক্ত অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
ক্যামেরা ও ব্যাটারী
Huawei Y9 Prime (2019) এ ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের পপ আপ শুটার সেলফি আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন