জেনে নিন Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

আপনি কি ইনস্টাগ্রাম রীলে নিজের পছন্দের মিউজিক যোগ করতে চান? রীলে অরিজিনাল অডিও যোগ করা বা অন্য কোনও পছন্দের মিউজিক যোগ করার পদ্ধতি খুবই সহজ। বর্তমানে অডিও সহ রীলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। জানিয়ে রাখি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পাব্লিশ করার জন্য রীল একটি অত্যন্ত সুন্দর প্ল্যাটফর্ম। এই পোস্টে ইনস্টাগ্রাম রীলে মিউজিক যোগ করার পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 0 টাকার Jio Phone থেকে 999 টাকার Jio Bharat 4G ফোন পর্যন্ত Jio এর 6 বছরের যাত্রাপথ কেমন ছিল? জেনে নিন বিস্তারিত

Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

নিচে বলা 10টি পদ্ধতির মাধ্যমে ইউজাররা তাদের ইনস্টা রীলে অরিজিনাল অডিও বা মিউজিক যোগ করতে পারবেন।

স্টেপ-1: প্রথমে নিজের ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ (Instagram app) ওপেন করুন।

স্টেপ-2: এরপর নিচের “+” আইকনে ট্যাপ করুন।

স্টেপ-3: এবার সাইড বার থেকে রীল অপশনে যেতে হবে এবং এখানে ইনস্টাগ্রাম ক্যামেরা ওপেন করতে হবে। ইনস্টাগ্রামে ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে হবে।
স্টেপ-4: এখানে রীল করার জন্য স্ক্রিনের ওপরের দিকে অডিও বাটনে ট্যাপ করতে হবে।

স্টেপ-5: রীলে মিউজিক যোগ করার জন্য মিউজিক আইকনে ট্যাপ করুন।
স্টেপ-6: মিউজিক অ্যান্ড অডিও লিস্ট ব্রাউজ করুন বা নাম লিখে কোনও বিশেষ অডিও ট্র্যাক সার্চ করতে পারেন।
স্টেপ-7: নিজের পছন্দের অডিও ট্র্যাক খুঁজে পাওয়ার পর নিচের টাইমলাইন ডানদিকে বা বাঁদিকে স্লাইড করে অডিওর যে অংশ নিজের রীলে রাখতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ-8: নিজের পছন্দের অংশ সেট হয়ে গেলে স্ক্রিনের ওপরের ডানদিকের কোণায় Done অপশনে ট্যাপ করুন।
স্টেপ-9: রীলের এডিটিং হয়ে গেলে স্ক্রিনের নিচের ডানদিকের কোণায় নেক্সট বাটনে ট্যাপ করুন।

স্টেপ-10: এখানে নিজের রীলের সঙ্গে কোনও ক্যাপশন দিতে পারবেন, কভার এডিট করতে পারবেন এবং অন্যান্য ইউজারদের ট্যাগ করতে পারবেন। এরপর রীল পুরোপুরি তৈরি হয়ে গেলে নিচের ডানদিকে Share বাটনে ট্যাপ করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here