Oppo লঞ্চ করবে কম দামের 5G ফোন, লিক হল OPPO F19 Pro Plus ও F19 Pro

বিগত বেশ কিছু সময় ধরে ওপ্পোর আগামী ‘OPPO F19’ স্মার্টফোন সিরিজ সম্পর্কে সমালোচনা চলছে। শুরুতে আবার এমন‌ও খবর পাওয়া গিয়েছিল কোম্পানি এফ19 এর বদলে সরাসরি এফ21 সিরিজ লঞ্চ করবে। তবে গত মাসেই আমরা জানিয়ে দিয়েছিলাম ওপ্পো ভারতে তাদের OPPO F19 সিরিজ‌ই পেশ করবে এবং আজ এবিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। একটি পোস্টার লিক হয়েছে এবং এর থেকে ফোনটির নাম থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত জানা গেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি ভারতে OPPO F19 Pro Plus 5G ও OPPO F19 Pro পেশ করবে।

আরও পড়ুন: ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক‍্যামেরাযুক্ত অসাধারণ ফোন Vivo X60, চাপে পড়বে Samsung-Xiaomi

সবার আগে এই তথ্য দিয়েছে MySmartPrice। কোম্পানি কয়েক দিন আগে অফলাইন রিটেইল স্টোরের জন্য একটি পোস্ট পেশ করে এবং সেই পোস্টার‌ই লিক হয়ে যাওয়ায় নাম ও ডিজাইন জানা গেছে।

OPPO F19 সিরিজের ফোন

লিক পোস্টারে দুটি ফোনের নামসহ ক‍্যামেরা প্লেসমেন্ট দেখা যাচ্ছে। ছবিতে দুটি ফোনেই কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। পোস্টারে OPPO F19 Pro Plus 5G ও OPPO F19 Pro এর নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: 2022 এই আসতে পারে বিশ্বের প্রথম Flying Car, বিশেষত্ব দেখে অবাক হতে হয়

OPPO F19 Pro এর ক‍্যামেরার স্টাইল অনেকটা OPPO F17 Pro এর মতোই। এর ক‍্যামেরা সেট‌আপে দুটি লাইনে দুটি করে ক‍্যামেরা সেন্সর অবস্থিত। তবে এবারের ক‍্যামেরা ব্র‍্যাকেট আগের চেয়ে বড় এবং ক‍্যামেরার নিচে AI ক‍্যামেরা সম্পর্কে কোম্পানি কিছু লিখেছে। এছাড়া আগের মডেলের মতোই এতেও ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

OPPO F19 Pro Plus 5G এর ক‍্যামেরা ডিজাইন কিছুটা আলাদা। এই ফোনের রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউলের মধ্যে একটি লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর ও পাশে একটি সেন্সর, TEF Flash ও 5জি সম্পর্কে লেখা আছে। এক্ষেত্রেও ক‍্যামেরার নিচে এআই ক‍্যামেরা সম্পর্কে লেখা আছে। 5জি মডেলে প্রো মডেলের চেয়ে আলাদা ভাবে ক‍্যামেরার সঙ্গেই ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি

উভয় ফোনে ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। তবে কোনো ফোনেই ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই আশা করা হচ্ছে কোম্পানি এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করবে।

OPPO F19 Pro Plus 5G ও OPPO F19 Pro এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত ওপ্পো এফ19 সিরিজ সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে এই সিরিজের ফোনগুলি মার্চ মাসে লঞ্চ করা হতে পারে এবং কোম্পানি ফোনগুলি 30 হাজার টাকার বাজেটে সেল করবে।

আরও পড়ুন: Vivo কমিয়ে দিয়েছে 32MP ক‍্যামেরাযুক্ত Vivo V20 SE এর দাম, এখন থেকে বেচা হবে নতুন দামে

এই ফোনগুলি মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত এটি একটি 5জি চিপসেট। এই ফোনে 10এক্স জুম ফিচার দেখা যেতে পারে এবং এর জন্য টেলিফোটো লেন্স ব‍্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। এসব ছাড়া থাকবে ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here