Airtel ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, মূহুর্তে‌র মধ্যে চেক করতে পারবেন ডেটা ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং টকটাইম

আগে আপনার ফোনের ব‍্যালেন্স দেখানো‌র জন্য কোম্পানির পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হতো, কিন্তু এখন ব‍্যালেন্স চেক করা একটি ম‍্যানুয়াল প্রক্রিয়া হয়ে দাড়িয়েছে।নিজের এয়ারটেল নাম্বারে কিভাবে ব‍্যালেন্স চেক করবেন সেই চিন্তার সমাধান করতে আমরা আজকে এই আর্টিকেলের সাহায্যে আপনাকে সাহায্য করতে চলেছি। টেল্কো প্রিপেইড এবং পোস্টপেইড দুটি কানেকশনে এয়ারটেল ব‍্যালেন্স চেক করার বহু পদ্ধতি আছে। আপনার জন্য এই প্রক্রিয়া‌টিকে সহজ করার জন্য আমরা এয়ারটেল ডেটা ব‍্যালেন্স চেক করার কিছু সিম্পেল স্টেপ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। Airtel এর অবশিষ্ট ব‍্যালেন্স, ডেটা এবং এস‌এম‌এস চেক করার কিছু সহজ পদ্ধতি জানাতে চলেছি। এই সমস্ত পদ্ধতি গুলির জন্য কোম্পানি ভিন্ন ভিন্ন USSD কোড অফার করে। এইটুকু‌ই না এই কাজটি আপনারা Airtel এর অফিসিয়াল অ্যাপের মাধ্যমে‌ও করতে পারবেন। আপনি‌ও যদি Airtel ইউজার হয়ে থাকেন তাহলে এই তথ‍্যটি আপনার জন্যে‌ও প্রয়োজনীয়।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হল Vivo এর সস্তা ফোন, জেনে নিন এই ফোনটি‌র স্পেসিফিকেশন

Airtel ব‍্যালেন্স কিভাবে চেক করবেন?

এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড ব‍্যালেন্সের মেইন ব‍্যালেন্স, ডেলি ডেটা, এস‌এম‌এস এবং আর‌ও প্রয়োজনীয় তথ্য অ্যাপ এবং ইউএস‌এসডি কোডের মাধ্যমে জানা যাবে। এছাড়া এয়ারটেল ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য কাস্টমার কেয়ারের সাথেও কথা বলা যাবে।

  • Airtel Thanks app এর মাধ্যমেও ব‍্যালেন্স চেক করা যাবে।
  • এই পদ্ধতিটিই হয়তো আপনার এয়ারটেল ব‍্যালেন্স চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি।
  • নিজের ডিভাইসে Google Play Store অথবা Apple অ্যাপ স্টোর থেকে এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ‌টি ওপেন করে নিজের এয়ারটেল নাম্বার দিয়ে রেজিস্টার করুন।
  • এখন অ্যাপে ‘সার্ভিস’ সেক্শানে যেতে হবে (আপনি এটি একদম নীচে বাঁদিকে পেয়ে যাবেন)।
  • সেখানে আপনি নিজের সক্রিয় রিচার্জ, ডেটার ব‍্যবহার, এস‌এম‌এস ব‍্যালেন্স সহ বহু প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
  • অ্যাপে আপনি নিজের এয়ারটেল রিচার্জের ভ‍্যালিডিটি‌ও জানা যাবে।

আরও পড়ুন: একেই বলে Samsung এর ক্ষমতা! 10 বছর পুরোনো Galaxy S III 3G ফোনে চলছে Android 12

এয়ারটেল সেল্ফকেয়ার সার্ভিসের ব‍্যবহার করেও এয়ারটেল ব‍্যালেন্স চেক করতে পারবেন

যদি আপনি শুধুমাত্র নিজের এয়ারটেল ব‍্যালেন্স চেক করার জন্য কোন অ্যাপ ডাউনলোড করতে না চান, তাহলে আপনি নিজের ব‍্যালেন্স চেক করার জন্য এয়ারটেল সেল্ফকেয়ার ওয়েব পরিষেবার‌ও ব‍্যবহার করতে পারবেন।

  • লিঙ্কে ক্লিক করে অথবা Google এ এয়ারটেল সেল্ফকেয়ারের সার্চ করে এয়ারটেল সেল্ফকেয়ারে (ওয়েবসাইট) যান।
  • আপনাকে এখানে নিজের কোন একাউন্ট বানাতে হবে না। আপনি নিজের ফোন ওটিপির ব‍্যবহার করে লগইন করতে পারবেন।
  • লগইন করার পরে আপনি একটি ড‍্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে আপনার এয়ারটেল নাম্বারে‌র ব‍্যালেন্স দেখতে পারবেন। আপনি মেন ব‍্যালেন্স, এস‌এম‌এস ব‍্যালেন্স, এয়ারটেল ইন্টারনেট ব‍্যালেন্স সহ আর‌ও প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

আরও পড়ুন: Jio ইউজারদের প্রতি Mukesh Ambani এর কৃপা, এই তারিখ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে 29 দিনের একস্ট্রা ভ‍্যালিডিটিসহ ডেটা

ইউএস‌এসডি কোডের ব‍্যবহার করেও এয়ারটেল প্রিপেইড ডেটা ব‍্যালেন্স চেক করতে পারবেন

ভিন্ন ভিন্ন এয়ারটেল ব‍্যালেন্স চেক করার জন্য বহু USSD কোড আছে।

  • এয়ারটেলের মেন ব‍্যালেন্স চেক করার জন্য *123# ডায়াল করুন এবং ব‍্যালেন্সের তথ্য মূহুর্ত্তের মধ্যেই আপনার স্ক্রিনে দেখতে পাবেন। প্রধান ব‍্যালেন্স সাধারণত টকটাইম‌কে বলা হয়, যা অল-ইন-ওয়ান রিচার্জ প‍্যাকের এয়ারটেল 4জি গ্রাহকদের জন্য ফ্রি। এই কারনেই জিরো ব‍্যালেন্স দেখালেও অবাক হবেন না।
  • এয়ারটেল নেট ব‍্যালেন্স চেক করার জন্য *123*10# ডায়াল করুন। এটি প্রিপেইড গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ।
  • *121# ইউএস‌এসডি কোডের মাধ্যমে আপনি নিজের এয়ারটেল নাম্বারে‌র বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন, কিন্তু এখন এটি আপনাকে এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপে চেক করতে বলবে।
  • এয়ারটেল গ্রাহকদের ব‍্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরে টকটাইম অথবা ফ্রি ব‍্যালেন্সের জন্য লোন নেওয়ার জন্য *141# ডায়াল করতে পারেন।
  • এয়ারটেলের ইন্টারনেট ব‍্যালেন্স চেক করার জন্য *121# ডায়াল করুন।
  • এয়ারটেলের 2জি গ্রাহক‌রা ইন্টারনেট ব‍্যালেন্স চেক করার জন্য *123*9# ডায়াল করে দেখতে পারবেন।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে POCO M4 , জেনে নিন এর স্পেসিফিকেশন এবং বিশেষ চমক!

এয়ারটেল পোস্টপেইডে ডেটা ব‍্যালেন্স কিভাবে চেক করবেন

এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ছাড়া গ্রাহকরা এয়ারটেল পোস্টপেইডেড ডেটা চেক করার জন্য *121# ডায়াল করতে পারেন। কাস্টমার কেয়ারের মাধ্যমে‌ও এয়ারটেলের ডেটা, ব‍্যালেন্স এবং ভ‍্যালিডিটি চেক করা যাবে। এয়ারটেলের টোল-ফ্রি কাস্টমার কেয়ার নাম্বারে‌র মাধ্যমে এয়ারটেলের দৈনিক ডেটা ব‍্যালেন্স, টকটাইম এবং আর‌ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এর জন্য আপনাকে এয়ারটেলের কাস্টমার কেয়ার সাপোর্ট 121 এ কল করতে হবে। এয়ারটেল নাম্বার সম্পর্কিত কোন অভিযোগ করার জন্য 198 ডায়াল করুন। DND সার্ভিস চালু করার জন্য 1909 ডায়াল করুন। এয়ারটেল রিচার্জে‌র জন্য 123 ডায়াল করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here