Highlights
- আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন।
- লিঙ্ক করার জন্য 1000 টাকার একটি চালান দিতে হবে।
- আধার-প্যান অনলাইনে লিঙ্ক করা যেতে পারে।
আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি সহজেই ঘরে বসে অনলাইন এবং অফলাইনে এই প্রক্রিয়াটি করতে পারেন। তবে এখন ইউজারদের প্যানের সাথে আধার লিঙ্ক করতে 1000 টাকার চালান দিতে হবে। এই পোস্টে আমি আপনাদের জানাব যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি সহজেই ঘরে বসে এই প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন। আরও পড়ুন: 13 হাজারের বাজেটে লঞ্চ হল Samsung Galaxy M14 5G স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি পাওয়ার
প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি
প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে 1000 টাকার চালান জমা দিতে হবে। এর পরেই আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। চালান পূরণ করার জন্য আপনাকে NSDL ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে।
NSDL ওয়েবসাইটে কীভাবে চালান তৈরি করবেন?
স্টেপ 1: সবার প্রথমে আপনাকে NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইট https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp খুলতে হবে।
স্টেপ 2: এখানে আপনাকে ট্যাক্স পেমেন্ট পেজে চালান নম্বর/ITNS 280-এর অধীনে নন-TDS /TCS ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
স্টেপ 3: পরবর্তী পেজে আপনাকে হেড ‘(0021)’ এবং তারপর ‘(500)’ সিলেক্ট করতে হবে।
স্টেপ 4: নিচে স্ক্রোল করুন আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে প্যান কার্ডের ডিটেইলস এবং মূল্যায়ন বছর 2023-24 সিলেক্ট করে, জিজ্ঞাসা করা সমস্ত তথ্য পূরণ করতে হবে।
চালান পেমেন্ট সফল হওয়ার চার বা পাঁচ দিন পরে, আপনাকে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করার প্রসেস পূরণ করতে হবে। যাতে কোনো ঝামেলা ছাড়াই আপনার পেমেন্টের ডিটেইলস ভেরিফাই করা যায়। এই পোস্টে আপনাদের অনলাইনে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করার বিষয়ে জানানো হল। আরও পড়ুন: গীকবেঞ্চে দেখা গেল Motorola Edge 40 স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 1100 এবং 8GB RAM
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি
স্টেপ 1: প্রথমে আপনাকে আয়কর ই-ফাইলিং পোর্টাল
https://www.incometax.gov.in/iec/foportal/ খুলতে হবে। এখানে আপনাকে কুইক লিঙ্কে ‘Link Aadhaar ‘এ ট্যাপ করতে হবে।
স্টেপ 2: পরবর্তী পেজে আপনাকে প্যান এবং আধার নম্বর লিখতে হবে।
স্টেপ 3: যদি প্যান কার্ড ইতিমধ্যেই অন্য আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি error মেসেজটি দেখতে পাবেন। এই ক্ষেত্রে, আপনাকে ই-ফাইলিং হেল্পডেস্কে অভিযোগ জানাতে হবে। যদি তা না হয় তাহলে আধার এবং প্যান কার্ড ভেরিফিকেশনের পরে, OTP-এর মাধ্যমে আধার অথেনটিকেশন করতে হবে।
যদি NSDL-এ চালানের পেমেন্ট ভেরিফাই হয়ে যায়, তাহলে আপনাকে নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে।
স্টেপ 1: প্যান আর আধার ডেটা ভেরিফাই করার পরে, আপনি একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে “Your Payment Details are verified”। তারপর আপনাকে ‘Continue ‘ বাটনে ক্লিক করে আধার লিঙ্ক রিকোয়েস্ট সাবমিট করতে হবে।
স্টেপ 2: নতুন পেজে আপনাকে প্যান নম্বর, আধার নম্বর এবং নাম ও ফোন নম্বরের ডিটেইলস দিতে হবে।
স্টেপ 3: পরবর্তী পেজে আপনাকে মোবাইল নম্বরে প্রাপ্ত ছয় সংখ্যার OTP লিখতে হবে। এই ভাবে আপনার প্যান এবং আধার লিঙ্কের রিকোয়েস্ট সম্পূর্ণ হবে।
আপনার দ্বারা চালান ভেরিফাই না হলে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপনাকে ই-ফাইলিং হেল্পডেস্কে একটি অভিযোগ নথিভুক্ত করতে হবে। আরও পড়ুন: ভারতে এই মাসে লঞ্চ হতে পারে 108MP ক্যামেরাসহ Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না,এইভাবে জানুন
30 জুনের পরে আধার কার্ডের সাথে যুক্ত নয় এমন সমস্ত প্যান কার্ড অবৈধ হয়ে যাবে। প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা আপনারা এই স্টেপগুলির সাহায্যে খুব সহজেই জানতে পারবেন।
স্টেপ 1: প্রথমত আপনাকে ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal খুলতে হবে এবং ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ ক্লিক করতে হবে।
স্টেপ 2: নতুন পেজে আপনাকে প্যান এবং আধার নম্বর পূরণ করতে হবে এবং ‘View Link aadhar status ‘এ ক্লিক করতে হবে।
যদি আপনার আধার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি পপ-আপ মেসেজে সেটা জানতে পারবেন। উপরে বলা পদ্ধতি গুলির মাধ্যমে আপনি সহজেই প্যানের সাথে আধার লিঙ্ক করতে পারেন। আরও পড়ুন: জেনে নিন ভুল UPI আইডিতে পেমেন্ট হয়ে গেলে রিফান্ড পাওয়ার সহজ পদ্ধতি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন