গীকবেঞ্চে দেখা গেল Motorola Edge 40 স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 1100 এবং 8GB RAM

Highlights

  • শীঘ্রই পেশ করা হতে পারে Motorola Edge 40।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে 8GB RAM দেওয়া হবে।
  • এতে Android 13 অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক 1100 চিপসেট থাকবে।

সম্প্রতি ল্যাটিন আমেরিকার মার্কেটে Motorola Edge 40 Pro ফোনটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি Edge 40 ফোনটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। এবার ফোনটি গীকবেঞ্চে দেখা গেছে। টেক ওয়েবসাইট প্রাইসবাবা সবার আগে এই লিস্টিং সম্পর্কে জানিয়েছে। নিচে এই সার্টিফিকেশন থেকে জানা ফোনটির তথ্য জানানো হল। আরও পড়ুন: ভারতে এই মাসে লঞ্চ হতে পারে 108MP ক্যামেরাসহ Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Motorola Edge 40 এর সার্টিফিকেশন ডিটেইলস

  • অপারেটিং সিস্টেম
  • RAM
  • প্রসেসর

মোটোরোলা এজ 40 এর গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে আউট অফ দা বক্স Android 13 অপারেটিং সিস্টেম এবং 8GB RAM পাওয়া যাবে। তবে ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

এই ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 1105 পয়েন্ট এবং মাল্টি কোর সেগমেন্টে 3542 স্কোর পেয়েছে। এছাড়া গীকবেঞ্চ লিস্টিঙের মাদারবোর্ড সেকশনে Iyriq উল্লেখ করা হয়েছে যা MediaTek Dimensity 1100 SoC এরই কোন নাম বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: জেনে নিন ভুল UPI আইডিতে পেমেন্ট হয়ে গেলে রিফান্ড পাওয়ার সহজ পদ্ধতি

Motorola Edge 40 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Motorola Edge 40 ফোনটিতে 144Hz রিফ্রেশরেট, HDR10+ এবং 1200nits ব্রাইটনেস সাপোর্টেড 6.55-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,400mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
  • কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস দেওয়া হবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।
  • প্রসেসিঙের জন্য এই মোটোরোলা ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেট থাকতে পারে। তবে আগের কিছু লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে ডায়মেনসিটি 8020 চিপসেট থাকবে।
  • এই ফোনে 8GB LPDDR4x RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হবে।
  • ফোনটির ব্যাক প্যানেলে f/1.5 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড লেন্সযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here