13 হাজারের বাজেটে লঞ্চ হল Samsung Galaxy M14 5G স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি পাওয়ার

Highlights

  • Samsung Galaxy M14 5G ফোনে 13 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে।
  • এই ফোনটিতে 2 বছরের Android এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।
  • এই Samsung মোবাইলে 6,000 mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung আজ ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে নতুন 5G ফোন লঞ্চ করেছে। কোম্পানির তরফে এই Samsung Galaxy M14 5G স্মার্টফোনটি মাত্র 13,499 টাকায় লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই Samsung ফোনের দাম এবং সেল ডিটেইলস সহ সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: গীকবেঞ্চে দেখা গেল Motorola Edge 40 স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 1100 এবং 8GB RAM

Samsung Galaxy M14 5G স্মার্টফোনের দাম

Samsung Galaxy M14 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 4GB RAM এবং 6GB RAM দেওয়া হয়েছে। উভয় মডেল 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম 13,490 টাকা এবং 6 GB RAM ভেরিয়েন্টের দাম 14,490 টাকা। 21 এপ্রিল থেকে এই Samsung ফোনের সেল শুরু হবে। এই ফোনটি Amazon India এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনটি Berry Blue, Smoky Teal এবং Icy Silver কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy M14 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.6″ FHD+ ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশরেট

Samsung Galaxy M14 5G ফোনটি 6.6 ইঞ্চি বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে যা Full HD + রেজলিউশনে কাজ করে। এই স্ক্রিনটি ওয়াটারড্রপ নচ স্টাইলে নির্মিত,যা 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লের তিনটি দিক বেজেল-লেস। স্ক্রিন প্রোটেকশনের জন্য এই ফোনটি Corning Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড। আরও পড়ুন: ভারতে এই মাসে লঞ্চ হতে পারে 108MP ক্যামেরাসহ Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

  • Samsung Exynos 1330
  • Android 13

Samsung Galaxy M14 5G ফোনটি Android OS এ লঞ্চ করা হয়েছে যা OneUI এর সাথে একত্রে কাজ করে। প্রসেসিং এর জন্য এই মোবাইল ফোনে Samsung এর নিজস্ব Exynos 1330 octa প্রসেসর দেওয়া হয়েছে, যা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত। এই চিপসেটটি 13 5G ব্যান্ড সাপোর্ট করে। এই স্মার্টফোনটি 2 বছরের Android OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।

  • 50MP রেয়ার ক্যামেরা
  • 13MP সেলফি ক্যামেরা

Samsung Galaxy M14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে LED ফ্ল্যাশ যুক্ত F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Samsung ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন ভুল UPI আইডিতে পেমেন্ট হয়ে গেলে রিফান্ড পাওয়ার সহজ পদ্ধতি

  • 25W ফাস্ট চার্জিং
  • 6,000mAH ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M14 5G ফোনে একটি বড় 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 25W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। Samsung দাবি করেছে যে এই ফোনটি সিঙ্গেল চার্জে 58 ঘন্টা টকটাইম বা 27 ঘন্টা ইন্টারনেট সার্ফিং বা 25 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দিতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here