ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

Highlights

  • এখন থেকে আপনারা UPI পেমেন্টের জন্য ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারেন।
  • বর্তমানে এই সুবিধা শুধুমাত্র কিছু ব্যাঙ্কের Rupay ক্রেডিট কার্ডেই পাওয়া যায়।
  • এই পোস্টে আপনাদের UPI অ্যাপের সাথে ক্রেডিট কার্ড লিঙ্ক করার উপায় সম্পর্কে জানানো হল।

UPI দেশে ডিজিটাল পেমেন্টকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। প্রথমে UPI-তে যেখানে ইউজাররা শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টের অপশন পেতেন, এখন ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। বর্তমানে শুধুমাত্র Rupay ক্রেডিট কার্ডই UPI-এর সাথে লিঙ্ক করা যাবে। পাশাপাশি এই পেমেন্টটি শুধুমাত্র মার্চেন্টের QR কোড স্ক্যান করার পরে করা হবে। অর্থাৎ, আপনি যদি আপনার কোনো বন্ধুর কাছে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজেকশন ব্যবহার করতে হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে UPI পেমেন্ট অ্যাপে ক্রেডিট কার্ড লিঙ্ক করতে হবে। এই আর্টিকেলে আপনাদের UPI অ্যাপে পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক উপায় সম্পর্কে জানানো হল। এর পাশাপাশি আপনাদের এটাও বলব যে কিভাবে UPI পেমেন্টে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন।

UPI Payment অ্যাপে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি

BHIM অ্যাপে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমত আপনাকে আপনার Android বা iOS ডিভাইসে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2 : তারপর আপনাকে BHIM অ্যাপে লগইন করতে হবে।
স্টেপ 3: তারপর আপনাকে ‘ব্যাঙ্ক অ্যাকাউন্টস’ বিভাগে ক্লিক করতে হবে।
স্টেপ 4: আপনাকে + চিহ্নে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনাকে অ্যাড ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: তারপর আপনাকে ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাঙ্ক নির্বাচন করতে হবে এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত সমস্ত ডিটেইলস সাবধানে পূরণ করতে হবে এবং OTP দিয়ে সাবমিট করতে হবে।

PhonePe এর সাথে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে PhonePe খুলুন এবং প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
স্টেপ 2: তারপর আপনাকে ভিউ অল পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: নতুন পেজে আপনাকে ক্রেডিট/ডেবিট কার্ড অপশনে ক্লিক করে কার্ডের ডিটেইলস এবং ওটিপি দিতে হবে।

GPay এর সাথে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে GPay অ্যাপটি খুলুন এবং প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
স্টেপ 2: এখানে আপনাকে Set Up Payment Method বা Pay Businesses-এ ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর আপনাকে ক্রেডিট কার্ড সিলেক্ট করতে হবে এবং কার্ড স্ক্যানের জন্য ক্যামেরা খুলে যাবে। এছাড়াও আপনি ম্যানুয়ালি কার্ডের ডিটেইলস লিখতে পারবেন।

স্টেপ 4: তারপর আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে, সেটি দিতেই কার্ডটি লিঙ্ক হয়ে যাবে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করার পদ্ধতি

UPI-এর সাথে লিঙ্ক ক্রেডিট কার্ডগুলি শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারে। আপনি যখনই মার্চেন্ট QR কোড স্ক্যান করবেন,তখন আপনি ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড সিলেক্ট করার অপশন দেখতে পাবেন। সেখানে ক্রেডিট কার্ড অপশনটি করতে হবে। তারপর আপনার ফোনে OTP আসবে। সেটা জমা দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। 2000 টাকার বেশি পেমেন্টে 1.1 শতাংশ চার্জ দিতে হবে। তার থেকে কম পেমেন্টের জন্য কোন চার্জ লাগবে না। আরও পড়ুন: ভারতে 7 এপ্রিল লঞ্চ হবে POCO C51 স্মার্টফোন, দাম হতে পারে 8 হাজারের কাছাকাছি

UPI বর্তমানে এই ব্যাঙ্কগুলির RuPay কার্ডগুলিকে সাপোর্ট করে

  • HDFC BANK
  • INDIAN BANK
  • PUNJAB NATIONAL BANK
  • UNION BANK
  • BANK OF BARODA
  • CANARA BANK

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here