শুরু হল 1 জিবিপিএস স্পীডের জিও গিগাফাইবারের রেজিস্ট্রেশন, জেনে নিন পুরো পদ্ধতি

2016 সালে রিলায়েন্স জিও তাদের 4জি মোবাইল সার্ভিসের সূচনা করেছিল। লঞ্চের হ‌ওয়ামাত্র জিও একের পর এক রেকর্ড গড়তে থাকে এবং ইন্ডিয়ান টেলিকম মার্কেটের রূপ বদলে রেখে দেয়। গত বছর অর্থাৎ 2017 সালে কোম্পানি 4জি ফিচার ফোন লঞ্চ করেছে এবং এখনও পর্যন্ত ফোনটি অনেক রেকর্ড গড়েছে এবং ভেঙেছে। এবছর কোম্পানি তাদের আল্ট্রা ফাস্ট স্পীডের ব্রডব্যান্ড সার্ভিস চিলু করেছে এবং এই বিষয়ে অনেক আগেই সমালোচনা শুরু হয়ে গেছে। গত মাসে মুকেশ আম্বানি জিওর গিগাফাইবার সার্ভিসের ঘোষণা করেন এবং আজ থেকে এই সার্ভিসের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ও আপনিও পারেন এই সার্ভিসে রেজিস্ট্রেশন।

গিগাফাইবারের স্পীড
জিওর গিগাফাইবার সার্ভিসে কোম্পানি 1 জিবিপিএস স্পীড পর্যন্ত ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারে। কোম্পানি সার্ভিসের ব‍্যাপারে জানিয়ে আরও বেশ কিছু কানেক্টেড ডিভাইসের ব‍্যাপারেও বলেছে। এই সুপার ফাস্ট ইন্টারনেটের সাহায্যে বাড়ির সব মোবাইল, টিভি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আরও অনেক ডিভাইস কানেক্ট করা যাবে। জিওর দাবি অনুযায়ী এর ফলে 10 গুণ বেশি স্পীড পাওয়া যাবে।

কোথায় কোথায় পাওয়া যাবে সার্ভিস?
জিও গিগাফাইবারের কথা বলার সময় মুকেশ আম্বানি বলেন আপাতত এখন দেশের 1100 শহরে রেজিস্ট্রেশন শুরু হবে। এইসব শহরে যেখানে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন জমা পড়বে সেখানে সবার আগে সার্ভিস দেওয়া চালু হবে। তবে কোম্পানি মোট 10,000 এর‌ও বেশি শহরে জিও গিডাফাইবারের ট্রায়াল করা হয়ে গেছে তাই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি অন‍্যান‍্য শহরেও সার্ভিস প্রোভাইড করা শুরু হবে।

কত টাকা দাম দিতে হবে?
আপাতত রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে জিও গিগাফাইবারের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত সার্ভিসের দাম বলা হয়নি তবে শোনা যাচ্ছে 500 টাকা থেকে এর শুরু হবে।

কবে হবে লঞ্চ?
এই মুহূর্তে আপাতত শুধু জিও গিগাফাইবারের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে দীপাবলির মধ্যে এর সার্ভিস চিলু হয়ে যাবে। তবে শুরুতেই 1100 শহরে একসাথে সার্ভিস দেওয়া হবে না। মনে করা হচ্ছে প্রথমে 80টি মেট্রো শহরে শুরু করা হবে।

কিভাবে করবেন গিগাফাইবারের জন্য রেজিস্ট্রেশন?
রিলায়েন্স জিওর গিগাফাইবারে রেজিস্ট্রেশন করা খুবই সহজ। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট jio.com বা মাই জিও অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

মাই জিও অ্যাপ থেকে রেজিস্ট্রেশন
মাই জিও অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে প্রথমে অ্যাপটি ওপেন করুন। এরপর আপনার লোকেশন জানতে চাওয়া হবে। আপনি চেঞ্জ অপশনে ক্লিক করে হোম বা অফিস লোকেশন সেট করতে পারেন।

লোকেশন সেট হয়ে গেলে আপনার ডিটেইলস জানতে চাওয়া হবে। এই ফর্ম ভরে অ্যাগ্ৰিতে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। ঠিকানা দিলে কাজ শেষ হয়ে যাবে। চাইলে সেই পেজ থেকেই আপনি কাউকে রেজিস্ট্রেশনের জন্য ইনভাইট করতে পারবেন। এই পদ্ধতি সম্পূর্ণ ফ্রী।

জিও ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন
ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে jio.com ওয়েবসাইটে যেতে হবে। “ইনভাইট জিও গিগাফাইবার নাও” অপশনে ক্লিক করুন। এরপর নতুন উইন্ডো আসবে যেখানে লোকেশন দিতে হবে। এখানেও হোম বা অফিস লোকেশন দেওয়া যাবে। লোকেশন পাল্টাতে চেঞ্জ অপশনে ক্লিক করে সম্পূর্ণ ঠিকানা লিখুন।

লোকেশন দেওয়া হয়ে গেলে নাম ও ফোন নাম্বার চাওয়া হবে‌। এরপর ফোনে ওটিপি আসবে এবং সেটি ওয়েবপেজে লিখে এগিয়ে যেতে হবে। এরপর সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। ঠিকানা সাবমিট হয়ে গেলে সব কাজ সম্পূর্ণ হবে। মাই জিও অ্যাপের মতোই এখান থেকেও কাউকে ঈনভাইট করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here