আপনি যদি ইনস্টাগ্রাম রিল বানিয়ে থাকেন কিন্তু ফেসবুকে সেটা শেয়ার করার পদ্ধতি আপনার কাছে অজানা থাকে তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। ফেসবুকে আপনার ইনস্টাগ্রাম রিল শেয়ার করে আপনি শুধু যে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন তাই নয়, বরং এটি আপনার ফলোয়ার বাড়ানোর একটি সহজ পদ্ধতি হতে পারে। এই পোস্টে আপনাদের Facebook-এ ইনস্টাগ্রাম রিল শেয়ার করার পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এক সঙ্গে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করল Vi, পাওয়া যাবে প্রতিদিন 1.5GB পর্যন্ত ডেটা
ফেসবুকে ইনস্টাগ্রাম রিল শেয়ার করার পদ্ধতি
Facebook-এ Instagram Reel শেয়ার করার আগে আপনার Instagram এবং Facebook অ্যাকাউন্ট একে অপরের সাথে লিঙ্ক করা আবশ্যক। ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য নীচের স্টেপগুলি ফলো করতে হবে –
- Instagram অ্যাকাউন্টের সাথে Facebook লিঙ্ক করার জন্য আপনাকে Account Centre এ যেতে হবে
- এর জন্য আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে গিয়ে নীচে ডানদিকে প্রোফাইল বা আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে।
- তারপরে উপরের ডানদিকে তিন-লাইন যুক্ত Hamburger মেনুতে হালকা প্রেস করে, তারপরে ‘সেটিংস এবং ‘প্রাইভেসি’ অপশনে যেতে হবে।
- এখানে ‘Account Centre’ এ প্রেস করতে হবে।
- আপনি ‘ Add Facebook Account ‘ অপশনটি দেখতে পাবেন। এটিতে ট্যাপ করার পরে, আপনি অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করে Facebook এর সাথে Instagram অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
এইভাবে ইনস্টাগ্রাম রিল শেয়ার করুন
- সবার প্রথমে বাম পাশে ‘Create’ এ ক্লিক করে রিল রেকর্ড করা শুরু করুন।
- তারপর আপনার রিল শেয়ার করার আগে ‘শেয়ার টু ফেসবুক’ এ ক্লিক করুন।
- আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার রিলটি শেয়ার করতে চান তার সামনের সুইচ বাটনটি প্রেস করুন।
- এখন এখান থেকে বেছে নিন পারেন যে আপনি ভবিষ্যতে যত Reel তৈরি করবেন সব Facebook-এ শেয়ার করতে চান নাকি শুধু বর্তমান রিলটি শেয়ার করতে চান।
- উপরে বাম দিকে > এ ট্যাপ করুন, তারপরে আপনাকে ‘শেয়ার’-এ ট্যাপ করতে হবে।
অটোমেটিক ভাবে ফেসবুকে রিল শেয়ার করুন
আপনি যদি অটোমেটিক ইনস্টাগ্রামে আপনার তৈরি করা সমস্ত রিল ফেসবুকে শেয়ার করতে চান তাহলে নীচের স্টেপগুলি ফলো করুন৷
- আপনার প্রোফাইলে যেতে নীচে ডানদিকে প্রোফাইল বা প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
- সবার উপরের ডানদিকে hamburger মেনুতে ক্লিক করুন এবং ‘সেটিংস এন্ড প্রাইভেসি’ বিভাগে যান।
- এখানে, অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পরে Sharing across profiles অপশনে ট্যাপ করুন।
- তারপর আপনার সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন যার মাধ্যমে আপনার রিল ভাগ করতে হবে। তারপর সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন, যেখানে রিলটি শেয়ার করতে চান।
- তারপর নিচের দিকে ‘অটোমেটিক শেয়ার ‘-এর পাশে সুইচ বাটনে ট্যাপ করুন। তারপরে আপনি ইনস্টাগ্রামে যেই রিলটি শেয়ার করবেন সেটা অটোমেটিক ফেসবুকেও শেয়ার হয়ে যাবে।
FAQs
ফেসবুকে ইনস্টাগ্রাম রিল কারা দেখতে পারেন?
আপনি যখন আপনার Instagram রিল Facebook-এ শেয়ার করবেন, তখন এটি Reels বিভাগে শেয়ার করা হবে।আপনার যদি একটি পাবলিক Instagram অ্যাকাউন্ট থাকে, 18 বছরের বেশি বয়সী সমস্ত Facebook অ্যাকাউন্ট ইউজাররা আপনার Instagram Reels দেখতে পারেন। ফেসবুক অ্যালগরিদম নির্ধারণ করবে কোন ইউজাররা আপনার ইনস্টাগ্রাম রিল দেখতে পারবে। অন্যদিকে আপনার যদি একটি প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেসবুকের রিল শুধুমাত্র আপনার বন্ধুদের কাছে দৃশ্যমান হবে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে PAN Card স্টেটাস চেক করার সহজ পদ্ধতি
ফেসবুক ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কি Instagram Reel শেয়ার করা যায়?
Instagram শুধুমাত্র Facebook নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও Reels শেয়ার করার অনুমতি দেয়। আপনি যদি অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার Instagram রিল শেয়ার করতে চান, তাহলে আপনাকে Instagram সেটিংস চেঞ্জ করতে হবে। আপনাকে Sharing to other apps বা set up accounts বিভাগে যেতে হবে। এখানে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ার তালিকা পাবেন, যেগুলোর সাথে আপনারা লিঙ্ক করতে পারেন।
ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করার পরে ফেসবুকে পোস্ট করা যায়?
হ্যা, এটা সম্ভব। এর জন্য প্রথমে ইনস্টাগ্রামে রিল খুলতে হবে, তারপর স্ক্রিনের নীচে ‘শেয়ার’ বাটনে প্রেস করতে হবে। এখানে ‘সেভ ভিডিও তে’ ক্লিক করলে আপনার ফোনের ফটো অ্যাপে সেভ হবে। তারপর রিলটি ফেসবুকে আপলোড করা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Razr 40 Ultra, 12GB RAM এর সঙ্গে এতে আছে 64MP+32MP ক্যামেরা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন