এক সঙ্গে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করল Vi, পাওয়া যাবে প্রতিদিন 1.5GB পর্যন্ত ডেটা

Highlights

  • Vi এর 17 টাকা এবং 57 টাকা দামের প্ল্যানে আনলিমিতটেড ডেটা পাওয়া যায়।
  • 1,999 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 250 দিন।
  • কোম্পানির ওয়েবসাইটে এই প্ল্যানগুলি তালিকাভুক্ত করা হয়েছে।

Vodafone idea (Vi) তাদের গ্রাহকদের খুশি করে এক সঙ্গে তিনটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানি আনলিমিটেড নাইট ডেটা, কলিং এবং দীর্ঘ ভ্যালিডিটিসহ 17 টাকা, 57 টাকা এবং 1,999 টাকা দামের প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইটেও আপডেট করে দেওয়া হয়েছে। নিচে এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে PAN Card স্টেটাস চেক করার সহজ পদ্ধতি

Vi এর 17 টাকা এবং 57 টাকা দামের প্রিপেইড প্ল্যান

Vi এর 17 টাকা দামের প্ল্যান:

  • এই নতুন 17 টাকা দামের প্ল্যানে মোট 24 ঘন্টার ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে আনলিমিটেড নাইট ডেটা (12AM থেকে 6AM পর্যন্ত) এর সুবিধা রয়েছে।
  • তবে এতে কোন ধরনের আউটগোয়িং এসএমএস বা অন্য কোন সার্ভিস পাওয়া যায় না।

Vi এর 57 টাকা দামের প্ল্যান:

  • কোম্পানির 57 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন।
  • এতে আনলিমিটেড নাইট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানেও কোনও আউটগোয়িং এসএমএস বা অন্য কোন সার্ভিসের সুবিধা নেই।

Vi এর 1,999 টাকা দামের প্ল্যান

  • এই নতুন রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 250 দিন।
  • এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন 100টি এসএমএস এবং 1.5জিবি করে ডেটা পাওয়া যায়।
  • দৈনিক হাই স্পীড ডেটা শেষ হয়ে গেলেও ইউজাররা 64Kbps স্পীডে ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
  • এছাড়া দৈনিক 100টি এসএমএস শেষ হওয়ার পর গ্রাহকদের লোকাল ম্যাসেজের জন্য 1 টাকা করে এবং এসটিডি ম্যাসেজের জন্য 1.50 টাকা করে চার্জ করা হয়।

জানিয়ে রাখি কোম্পানির সম্প্রতি কঞ্চ করা 549 টাকা দামের প্ল্যানটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। এই প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি এবং 1GB ডেটা পাওয়া যেত। এর সঙ্গে এই প্ল্যানে 549 টাকার টকটাইমও দেওয়া হত। এই টকটাইম ব্যাবহার করে গ্রাহকরা 2.5 পয়সা প্রতি সেকেন্ডের দরে কল করতে পারতেন। আরও পড়ুন: লঞ্চ হল ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Razr 40 Ultra, 12GB RAM এর সঙ্গে এতে আছে 64MP+32MP ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here