এক ফোনে চলবে 2 WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন পদ্ধতি

WhatsApp তাদের ইউজারদের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় ফিচার রোলআউট করেছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ স্বয়ং WhatsApp এর এই নতুন ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন। এই নতুন আপডেটের মাধ্যমে একটি ফোনে এবং একটি অ্যাপের মাধ্যমে দুটি WhatsApp অ্যাকাউন্ট ব্যাবহার করা যাবে। অর্থাৎ একটি অ্যাপেই দুটি অ্যাকাউন্ট উপভোগ করা যাবে, অনেকটা ইন্সটাগ্রামের মতো। আরও পড়ুন: ব্র্যান্ড জানালো শক্তিশালী Xiaomi 14 সিরিজের লঞ্চ সম্পর্কে, এই মাসেই হবে লঞ্চ

যে ইউজাররা বিজনেস করেন বা জীবিকাসূত্রে অনেক মানুষের সঙ্গে চ্যাট করতে হয় তাঁরা সাধারণত দুটি আলাদা WhatsApp অ্যাকাউন্ট ব্যাবহার করে থাকেন। তবে এখন থেকে একটি অ্যাপের মাধ্যমেই দুটি WhatsApp অ্যাকাউন্ট উপভোগ করা যাবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে।

একই ফোনে 2 WhatsApp অ্যাকাউন্ট

দ্বিতীয় অ্যাকাউন্ট সেটআপ করার জন্য ইউজারের দ্বিতীয় একটি ফোন নাম্বার এবং সিম কার্ড বা এমন একটি ফোন দরকার যা মাল্টি সিম বা eSIM সাপোর্ট করে।

স্টেপ 1- প্রথমে WhatsApp সেটিংস ওপেন করুন।

স্টেপ 2- এরপর নামের পাশে ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করুন এবং “অ্যাকাউন্ট অ্যাড” অপশনে ক্লিক করুন।

স্টেপ 3- সিম কার্ড ছাড়া দ্বিতীয় WhatsApp অ্যাকাউন্ট চালানো যাবে না, কারণ লগইনের সময় ওটিপি দরকার হবে।

স্টেপ 4- “অ্যাকাউন্ট অ্যাড” অপশনে ক্লিক করে নিজের ফোন নাম্বার দিতে হবে এবং এরপর লগইন প্রসেস চালু হবে।

স্টেপ 5- এরপর দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে পারবেন।

স্টেপ 6- প্রতিটি অ্যাকাউন্টেই আলাদাভাবে প্রাইভেসি এবং নোটিফিকেশন সেটিংস কন্ট্রোল করতে পারবেন।

একটি WhatsApp অ্যাপে দুটি অ্যাকাউন্ট চালানর আগে চেক করে দেখুন আপনি কোম্পানির মাল্টি অ্যাকাউন্ট আপডেট পেয়েছেন কি না। বর্তমানে কোম্পানি এই আপডেট ফেজ হিসাবে রিলিজ করা হচ্ছে এবং আগামী কিছু সময়ের মধ্যেই সমস্ত ইউজাররা এই আপডেট পেয়ে যাবেন। আরও পড়ুন: 50MP Camera সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A05s, দেখে নিন বিশেষত্ব

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here