আজ বছরের দ্বিতীয় দিন এবং বেশিরভাগ স্মার্টফোন কোম্পানিগুলি দেখে মনে হচ্ছে তারা নতুন স্মার্টফোন লঞ্চের জন্য তৎপর হয়ে রয়েছে। চীনের স্মার্টফোন কোম্পানি হুয়াই তাদের হুয়াই ওয়াই9 2019 ফোনটি ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। এই ডিভাইসের ল্যান্ডিং পেজ আমাজন ইন্ডিয়াতে লাইভ করে দেওয়া হয়েছে এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি আমাজনে এক্সক্লুসিভ সেল করা হবে। লিস্টিঙে ডিভাইসের লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি।
শাওমি স্মার্টফোনের দাম বাড়ার খবর মিথ্যা, কোম্পানি পোস্ট করে জানিয়ে দিল
লিস্টিঙে শুধুমাত্র কামিং সুন লেখা আছে, যার ফলে মনে করা হচ্ছে ফোনটি কিছু দিনের মধ্যে লঞ্চ করা হবে। কোম্পানি কিছু দিন আগে তাদের ঘরোয়া বাজারে মিড রেঞ্জের স্মার্টফোন হুয়াই ওয়াই9 (2019) লঞ্চ করে।
এই লিস্টিঙে ডিভাইসের কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়েছে। এতে 6.5 ইঞ্চির নচ ডিসপ্লে ও ফুল এইচডি+ রেজলিউশন থাকবে। এই ফোনে 4,000 এমএএইচ ব্যাটারী ও জিপিইউ টার্বো ফিচার দেওয়া হবে। তবে র্যাম ও স্টোরেজ সম্পর্কে আমাজনে কোনো কথা বলা হয়নি।
সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন
আপাতত হুয়াই ওয়াই9 (2019) এর দাম সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে মিড রেঞ্জ স্পেসিফিকেশনের এই ফোনটি 15,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি আমাজন এক্সক্লুসিভ হবে।
যেহেতু ফোনটি আগেই চীনে লঞ্চ হয়ে গেছে তাই এর আরও কিছু স্পেসিফিকেশনের কথা বলা যেতে পারে। হুয়াই ওয়াই9 এ 6.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে হুয়াই কিরীন 710 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজের সঙ্গে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজেরও একটি ভেরিয়েন্ট আছে।
29 ডিসেম্বর থেকে কি বন্ধ হয়ে যাবে কেবল কানেকশন? জেনে নিন পুরো ঘটনা
ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে 16 মেগাপিক্সেল এফ/2.0 অ্যাপার্চারের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের এফ/2.4 অ্যাপার্চারযুক্ত ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফ্রন্ট প্যানেলে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়াও হুয়াই ওয়াই9 (2019) এ ইএমইউআই 8.2 বেসড অ্যান্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম থাকবে।