বাজার কাঁপাতে আসছে নতুন Electric Scooter, লঞ্চের আগেই দেখে নিন স্টাইলিশ লুক

গত বছর ভারতে পেট্রোল স্কুটারের তুলনায় ইলেকট্রিক স্কুটারের রাজত্ব বেশি দেখা গেছে। মার্কেটের এই পরিস্থিতি দেখে পুরোনো কোম্পানির পাশাপাশি বিভিন্ন নতুন কোম্পানিও দেশের বাজারে তাদের বিদ্যুৎচালিত Electric Scooters পেশ করেছে। গত বছর বাজাজ কোম্পানি তাদের জনপ্রিয় চেতক স্কুটারটিও নতুনরূপে Electric Scooters হিসেবে লঞ্চ করেছে এবং এই আইকনিক গাড়িটি যথেষ্ট হিটও হয়েছে। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি চেতকের ওপর ভিত্তি করে আরও একটি ইলেকট্রিক স্কুটার পেশ করবে। এই আগামী ইলেকট্রিক স্কুটারটি Husqvarna Vektorr এর ওপর নির্ভর করে তৈরী বাজাজ ইভি। এটি বাজাজ চেতাকের আপডেট হতে পারে। তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: Samsung লঞ্চ করল 5,000mAh ব্যাটারি এবং 48MP ক্যামেরাযুক্ত একটি সস্থা স্মার্টফোন, দাম 10 হাজারেরও কম

Husqvarna Vektorr Electric Scooter

আসলে এই স্কুটারটি আরো একবার টেস্টিঙে দেখা গেছে এর আগে পুণেতে বাজাজ চেতকের সঙ্গেই এটি প্রথমবার দেখা গিয়েছিল। রাস্তায় চলতে দেখার পর মনে করা হচ্ছে এই গাড়িটি যথেষ্ট স্টাইলিশ হবে এবং আন্তর্জাতিক মার্কেটেও এটি লঞ্চ করা হতে পারে।

আগেই জানিয়েছি, Husqvarna এর আপকামিং Electric Scooter গাড়িটিকে কয়েক দিন আগে পুণের একটি রাস্তায় টেস্টিং করতে দেখা গেছে। Powerdrift এর পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। অন্যদিকে এই স্কুটারের ওপর ভিত্তি করেই একটি কনসেপ্ট এই বছরের শুরুতে পেশ করা হয়েছে। Vektorr নামের এই স্কুটারটি চেতকের মত করে তৈরী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে 7770mAh ব্যাটারি এবং 11-ইঞ্চির ডিসপ্লেসহ Motorola Moto Tab G70

টপ স্পিড এবং রেঞ্জ

এই বছর অর্থাৎ 2022 সালের শুরুতে দেখা ইলেকট্রিক স্কুটারটিই Vektorr Electric Scooter হবে বলে মনে করা হচ্ছে। এতে 4kW ইলেকট্রিক মোটর থাকবে যা একবার ফুল চার্জ করলে 95 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম হবে। উল্লেখ্য স্পোর্টস মোড়ের ক্ষেত্রে এই রেঞ্জ কমে 85 কিলোমিটার হয়ে যাবে। এছাড়া প্রতি ঘন্টায় 45 কিলোমিটার টপ স্পিড পাওয়া যাবে। আশা করা হচ্ছে এতে 3kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here