শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে 7770mAh ব্যাটারি এবং 11-ইঞ্চির ডিসপ্লেসহ Motorola Moto Tab G70

Motorola কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা আগামী দিনে ভারতে Moto ‘G’ সিরিজের অধীনে Moto G71 5G ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই এই ফোনটির বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে। এখন শুধুমাত্র ফোন লঞ্চের তারিখ প্রকাশের অপেক্ষায় রয়েছে। Motorola অনুরাগীরা যারা Moto G71 5G এর জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আরও একটি সুখবর আছে, আর সেটা হল কোম্পানি Moto G71 5G ফোনটির পাশাপাশি তাদের নতুন ট্যাবলেট ডিভাইসটিও ভারতে আনতে চলেছে যা Moto Tab G70 নামে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, মূহুর্তে‌র মধ্যে চেক করতে পারবেন ডেটা ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং টকটাইম

Moto Tab G70 আসলে শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে। এখানে ট্যাবলেটের প্রোডাক্ট পেজটি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে যেখানে Moto Tab G70-এর ফটো এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে ট্যাবলেটটি কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি যেদিন Moto G71 5G লঞ্চের তারিখ ঘোষণা করবে, সেই দিনেই Moto Tab G70 লঞ্চের তারিখও জানানো হতে পারে। আবার এমনও হতে পারে যে Motorola-এর এই দুটি ডিভাইস একই দিনে মার্কেটে পা রাখবে।

Moto Tab G70 এর স্পেসিফিকেশন

Motorola তার নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চের আগেই তার স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Flipkart এর তালিকা অনুযায়ী, Moto Tab G70 একটি অ্যালুমিনিয়াম অ্যালয় বডিতে তৈরি করা হয়েছে যা IP52 রেটিং-এর কারণে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ৷ এই ট্যাবলেটটিতে 2000 x 1200 পিক্সেল রেজোলিউশন সহ একটি বড় 11-ইঞ্চি 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। ট্যাবের স্ক্রিনটি একটি আইপিএস এলসিডি প্যানেলে নির্মিত, যা 400 নিট পিক ব্রাইটনেস এবং চোখের আরামের জন্য TUV সার্টিফিকেশন পাবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT স্মার্টফোন এবং OnePlus Buds Z2 ইয়ারবাডস, কনফার্ম করল কোম্পানি

Moto Tab G70, Android 11 OS-এ পেশ করা হবে যা 2.05GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর এবং MediaTek Helio G90T চিপসেটে চলবে। Motorola র এই ট্যাবটিতে 4 জিবি র‌্যাম থাকবে, যার অভ্যন্তরীণ স্টোরেজ 64 জিবি। তবে ট্যাবলেটের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ডিভাইসটি বিশুদ্ধ অ্যান্ড্রয়েডে তৈরি করা হয়েছে, যার কোনো অতিরিক্ত UI স্তর দেওয়া হয়নি।

Motorola Moto Tab G70 তে ফটোগ্রাফির জন্য, পিছনের প্যানেলে একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর দেখা যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । এই মটোরোলা ট্যাবটিতে ডুয়াল মাইক এবং কোয়াড স্পিকার এর সুবিধাও উপলব্ধ । WiFi, LTE এবং Bluetooth-এর পাশাপাশি, পাওয়ার ব্যাকআপের জন্য Moto Tab G70তে 7,770 mAh ব্যাটারি দেওয়া হয়েছে বলে Flipkart-এর মাধ্যমে জানা গেছে। ট্যাবলেটটির লঞ্চের তারিখ এবং দাম কত হবে সেই সম্পর্কিত কোনো তথ্য সামনে আসলে আপনাদের দ্রুত জানানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here