Panasonic লঞ্চ করেছে ভারতের প্রথম ম্যাটার এনেবল এয়ার কন্ডিশনার, জেনে নিন বিস্তারিত

জাপানের টেক ব্র্যান্ড Panasonic ভারতের মার্কেটে নতুন Matter-Enabled Room Air Conditioner পেশ করেছে। জানিয়ে রাখি এই প্রথম ভারতে কোনো ম্যাটার কানেক্টিভিটি সহ এয়ার কন্ডিশনার পেশ করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড এই রুম এসি (RAC)-টিকে Miraie এর মাধ্যমে কন্ট্রোল করা যায়।

কোথায় এবং কিভাবে কিনবেন?

জনপ্রিয় টেক ব্র্যান্ড Panasonic তাদের এআই সাপোর্টেড স্মার্ট গ্যাজেট হিসাবে এই নতুন প্রোডাক্ট পেশ করেছে। এটি ভারতের প্রথম ম্যাটার এনেবল রুম এসি। ইউজাররা Miraie সহ এআই অ্যাপের মাধ্যমে এটি কন্ট্রোল এবং ব্যাবহার করতে পারবেন। আগামী মাসে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে থেকে ভারতে এই Matter-Enabled Room Air Conditioners এর সেল শুরু হয়ে যাবে। অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন স্টোর থেকেও এই এসি কেনা যাবে।

Matter-Enabled টেকনোলজি

ম্যাটার টেকনোলজিযুক্ত এই এয়ার কন্ডিশনার Miraie প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যন্ত সহজে কন্ট্রোল করা যাবে। 2020 সালে Panasonic প্রথম তাদের এইআই বেসড Miraie প্ল্যাটফর্ম পেশ করেছিল যা এবার ভারতেও আসতে চলেছে। এটি এমন একটি স্মার্ট হোম স্লিউশ্ন যা এক সঙ্গে ঘরে উপস্থিত বিভিন্ন স্মার্ট গ্যাজেট এক সঙ্গে কন্ট্রোল করা যায়।

জানিয়ে রাখি Panasonic এর Miraie Connectivity Home Appliances এর লিস্ট খুব একটা ছোট নয়। কোম্পানির কাছে Smart Plug, Smart Switch ও Smart Fan থেকে শুরু করে Refrigerator এবং Washing Machine পর্যন্ত রয়েছে। এবার এই লিস্টে Air Conditioner এর নামও জুড়ে গেল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here