এবার চীনে নয় ভারতে হবে iPhone 14 Pro Max এর এসেম্বল! দুবাইয়ের মত ভারতেও সস্তা হবে দাম

7 সেপ্টেম্বর Apple ফ্যানদের জন্য একটি বড়ো দিন। ওই দিন কোম্পানি তাদের iPhone 14 Series এর থেকে পর্দা উঠাতে চলেছে এইরূপ iPhone 14, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max লঞ্চ করা হবে। গোটা দুনিয়া সহ ভারতেও লক্ষ লক্ষ ফ্যান আইফোন 14 সিরিজ লঞ্চের অপেক্ষায় আছে। এই আইফোন ভারতীয়দের জন্য বিশেষ হতে চলেছে কারণ নতুন iPhone 14 Pro Max এর নির্মাণ ভারতেই হবে।

Apple iPhone 14 সিরিজ নিয়ে খবর সামনে এসেছে যে কোম্পানি তাদের নতুন মোবাইল ফোনের নির্মাণ ভারতেই করবে। এখানে iPhone 14 সহ iPhone 14 Pro Max এর নামও সামনে এসেছে। রিপোর্ট অনুসারে অ্যাপেল কোম্পানির আইফোন 14 প্রো ম্যাক্স চীনে নয় বরং ভারতে তৈরি করা হচ্ছে এবং এটি Made in India iPhones ভারত থেকে বাইরের দেশে শিফট করা হবে।

 চীনের বদলে ভারতে তৈরি হবে নতুন আইফোন

ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে অ্যাপেল কোম্পানি তাদের সবথেকে নতুন এবং বড়ো মোবাইল iPhone 14 Pro Max এর আসেম্বেলিং করার জন্য এবার চায়না ছেড়ে ভারতের ওপর ভরসা রাখছে। যদিও এমনটা নয় যে চীনে একদম আইফোন 14 সিরিজের নির্মাণ হবে না। কিন্তু আইফোন 14 সিরিজের প্রোডাকশনের একটি বড়ো অংশ চীনের জায়গায় ভারতে হবে। এগুলি বলার একটায় কারণ যাতে প্রোডাকশনে কোনো দেরি না হয়।

অক্টোবর থেকে বিক্রি হবে Made in India iPhone 14

মিডিয়া রিপোর্ট অনুযায়ী অ্যাপেল আইফোন ম্যানুফাকচারার ফক্সকন টেকনোলজি গ্রুপ অফ চেন্নাই তাদের প্লোটে iPhone 14 Series আসেম্বেলিংয়ের কাজ শুরু করে দিয়েছে। বলা হয়েছে যে 7 সেপ্টেম্বর সিরিজ লঞ্চ হওয়ার পরে পরের মাস মানে অক্টোবর বা নভেম্বর মাস থেকে মেড ইন ইন্ডিয়া আইফোন 14 প্রো ম্যাক্স বিক্রি শুরু করে দেওয়া হবে।

iPhone 14 Series এর দাম

iPhone 14 Series এর ভারতে প্রোডাকশন চলা কালীন ফোন শিপমেন্টে লাগানো কাস্টম ডিউটি কোম্পানির অনেক সুবিধা হয়েছে। এইরূপ ভারতে আইফোন তৈরি বাজেট কম হবে তথা টোটাল কোস্ট অফ প্রোডাকশন কিছু কম হওয়ার আশা রয়েছে। যখন ফোন তৈরি হতে কম খরচ হবে তখন হতে পারে কোম্পানির সেল প্রাইস কম হবে। আশা করা যেতে পারে যে বাইরে থেকে ইম্পোর্ট করলে আইফোন 14 সিরিজের যে দাম হওয়ার কথা তখন ভারতে ম্যানুফ্যাচারিং হলে দাম অনেকটাই কম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here