লঞ্চ হল ভারতের সবথেকে শক্তিশালী প্রসেসরসহ স্মার্টফোন iQOO 11 5G! জেনে নিন স্পেসিফিকেশন 

iQOO ব্র্যান্ড আজ ভারতীয় মার্কেটে তাদের নতুন স্মার্টফোন iQOO 11 5G লঞ্চ করেছে। এটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের সাথে লঞ্চ হওয়া ভারতের প্রথম স্মার্টফোন। শুধু তাই নয় ভারতে লঞ্চ হওয়া এই ফোনে প্রথমবার 2K E6 AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। এই পোস্টে আপনাদের হাইএন্ড স্পেসিফিকেশন্স সাপোর্ট সহ এই ফ্ল্যাগশিপ মোবাইল ফোনের দাম, ফিচার স্পেসিফিকেশনস এবং সেল ডিটেলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! মাত্র 61 টাকার রিচার্জ করে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা

iQOO 11 5G স্মার্টফোনের দাম

iQOO 11 5G স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে দুটি মেমোরি ভেরিয়েন্ট সহ পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB র‍্যাম এর সাথে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। বড় মডেলটি 16GB র‍্যাম এবং 256GB স্টোরেজ সপোর্ট করে।এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 59,999 টাকা এবং 64,999 টাকা দাম ভারতে লঞ্চ হয়েছে। iQOO 11 5G স্মার্টফোনটি 13 জানুয়ারী থেকে কোম্পানির ওয়েবসাইট এবং Amazon থেকে কেনা যাবে।

iQOO 11 5G লঞ্চ অফারের অধীনে কোম্পানি ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে সরাসরি 5000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। যার ফলে 8GB র‍্যাম ভেরিয়েন্ট 54,999 টাকায় এবং 16GB র‍্যাম ভেরিয়েন্ট 59,999 টাকায় কেনা যাবে। এক্সচেঞ্জ অফার এবং প্রাইম ডিসকাউন্টে 4 হাজার টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সমস্ত অফারের পরে iQOO 11 5G ফোনের প্রারম্ভিক দাম 50,999 টাকা হবে। আরও পড়ুন: আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি

iQOO 11 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ FHD+ AMOLED 144Hz ডিসপ্লে
  • 16GB RAM + 512GB স্টোরেজ 
  • Qualcomm Snapdragon 8 Gen 2 
  • 120W ফাস্ট চার্জিং 

iQOO 11 5G স্মার্টফোনটিতে প্রথম 2K E6 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনে 6.78 ইঞ্চি লার্জ পঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে যা সম্পূর্ণরূপে বেজল লেস। LTPO টেকনোলজিতে নির্মিত এই ডিসপ্লেটির সাথে 1800নিটস ব্রাইটনেস, 1440PWM ডিমিং, 517PPI এবং HDR10+ এর মতো ফিচার রয়েছে। পাশাপাশি চোখের সুরক্ষার জন্য এই ফোনে SGS ব্যবহার করা হয়েছে।

এই স্মার্টফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি যা Qualcomm এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2 64 বিট অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ হয়েছে যা 3.2 Ghz ক্লকস্পিডে রান করে। এটি ফোনটি 16GB পর্যন্ত র‍্যাম ম্যামোরি সপোর্ট করে যার সাথে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই OTT তে মুক্তি পাবে Drishyam 2, তালিকায় আছে আরও 5টি সিনেমা 

iQOO 11 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনে 50MP ISOCELL GN5 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 6 মেগাপিক্সল এর ক্যামেরা সাপোর্ট রয়েছে।

iQOO 11 5G ফোনটি ভারতে 5জি এন্ড্রয়েড বেসড Funtouch OS 13 সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে যে iQOO 11 5G স্মার্টফোন শুধুমাত্র 8 মিনিটেই 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP Camera এবং 8GB RAM সহ Realme 10 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here