Highlights
- আমাজনে সেল করা হবে iQOO Z7 Pro 5G।
- এতে 3D কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে।
- এই ফোনটি Dimensity 7200 চিপসেটে রান করে।
বাজেট সেগমেন্টে iQOO গতকাল ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি iQOO Z7 Pro 5G নামে লঞ্চ করা হয়েছে। মাত্র 25,000 টাকার চেয়েও কম দামের এই দোনে 3D কার্ভ ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, শক্তিশালী Dimensity 7200 চিপসেট, দীর্ঘমেয়াদি 4600mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচারের মতো বেশ কিছু সুন্দর স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Motorola Edge 40 Neo এর ভিডিও, দেখে নিন কেমন হবে ফোনটি
iQOO Z7 Pro 5G এর দাম এবং সেল
নতুন iQOO Z7 Pro 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এর মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনের টপ মডেল 8GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে 24,999 টাকা। আগামী 5 সেপ্টেম্বর থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
কোম্পানি এই লেটেস্ট ফোনের ওপর এক্সক্লুসিভ অফার দিচ্ছে। এই অফারের আওতায় এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সঙ্গে 2,000 টাকা এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N3 Flip, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন
iQOO Z7 Pro 5G এর ডিজাইন
- এই ফোনে 3D কার্ভ ডিজাইন পাওয়া যাবে, এর সঙ্গে ফোনটির ব্যাক প্যানেলে AG গ্লাস ব্যাবহার করা হয়েছে। এর ফলে ফোনের ব্যাক প্যানেলে আঙ্গুলের ছাপ পড়ে না। অর্থাৎ এই ফোনে অ্যান্টি গ্লেয়ার এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ডিজাইন রয়েছে।
- ডিভাইসের ব্যাক প্যানেলে কার্ভ স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই মডিউলে রিং এলইডি লাইট এবং দুটি সার্কুলার ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে।
- কোম্পানি জানিয়েছে এই ফোনটি মাত্র 7.36 এমএম চওড়া, ফলে এই ফোনটি এর সেগমেন্টে সবচেয়ে পাতলা ফোনের স্থান দখল করেছে।
- এই ফোনটি গ্রাফাইট ম্যাট এবং ব্লু লাগুন কালারে সেল করা হবে।
iQOO Z7 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.74″ 120Hz Curve Display
- MediaTek Dimensity 7200 Processor
- 8GB RAM + 256GB Storage
- 64MP OIS Camera
- 66W 4600mAh Battery
ডিসপ্লে: iQOO Z7 Pro 5G তে 6.78 ইঞ্চির এইচডি+ কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট, 2400 × 1080 পিক্সেল রেজলিউশন, 1300 নিটস্ পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনে অক্টাকোর MediaTek Dimensity 7200 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি610 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটি 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে।
ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি এবং 4জির মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওএস: iQOO Z7 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন