মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল 6.6 ইঞ্চির স্ক্রিন সহ এই সস্তা স্মার্টফোন, 32 দিন পর্যন্ত চলবে ব্যাটারি

সস্তা স্মার্টফোন বানিয়ে সুনাম অর্জন করা ব্র্যান্ড আইটেল ভারতের বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন itel A05s পেশ করেছে। এন্ট্রি লেভেল এই ফোনটি মাত্র 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: স্যামসাঙের এইসব ফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড়, জেনে নিন দাম

itel A05s এর দাম

কোম্পানির পক্ষ থেকে itel A05s ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 2GB RAM + 32GB স্টোরেজ যোগ করা হয়েছে। itel A05s ফোনটি 6,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনটি Nebula Black, Meadow Green, Crystal Blue এবং Glorious Orange কালারে সেল করা হবে।

itel A05s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। আইপিএস প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে এইচডি+ রেজলিউশনে কাজ করে। এই ফোনের স্ক্রিন 60 হার্টস রিফ্রেশরেট এবং 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A05s ফোনে 4,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে কোনো ফাস্ট চার্জিং ফিচার নেই, তবে ওয়েবসাইট কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনটি 32 দিন স্ট্যান্ডবাই বা 112 ঘন্টা মিডিয়া প্লেব্যাক করতে সক্ষম।
  • প্রসেসর: এই ফোনে ইউনিসক স্প্রেডট্রাম 9863এ চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।
  • ওএস: লো বাজেট itel A05s ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ‘গো’ এডিশন থাকার ফলে এই ফোনে Google Go apps ডাউনলোড এবং ইনস্টল করে ব্যাবহার করা যায়। এই অ্যাপগুলি কম RAM মেমরি সত্ত্বেও স্মুথ প্রসেসিং দিতে সক্ষম এবং এই অ্যাপ অত্যন্ত কম ইন্টারনেট ও ব্যাটারি খরচ করে।
  • স্টোরেজ: এই ফোনে 2GB RAM যোগ করা হয়েছে। এতে 32জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel A05s এর ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

itel A05s এর ফিচার

  • ফোন আনলক এবং সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • এই ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে।
  • এতে কোম্পানি 3.5 এমএম অডিও জ্যাক যোগ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here