Akash Mukesh Ambani এর টেলিকম কোম্পানি Reliance Jio কয়েক দিন আগে তাদের গ্রাহকদের জন্য Football World Cup Data Pack নামে 222 টাকা দামের একটি প্ল্যান লঞ্চ করেছিল। এই প্ল্যানে 50 জিবি ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। আপনার যদি এই প্ল্যানটি পছন্দ হয়ে থাকে তবে জানিয়ে রাখি কোম্পানির কাছে এরকম মোট 7টি ডেটা অ্যাদ-অন-প্যাক আছে যার মধ্যে চারটি প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এই পোস্টে কোম্পানির এই 30 দিনের ভ্যালিডিটি সহ Jio Data Add-On-Pack গুলি সম্পর্কে জানানো হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই প্ল্যানগুলি সম্পর্কে। আরও পড়ুন: সুখবর! ওয়েবসাইটে লিস্টেড হল Jio Phone 5G, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন
Jio Data Add-On-Pack
- Jio-এর 222 টাকা দামের প্ল্যান
- Jio-এর 181 টাকা দামের প্ল্যান
- Jio-এর 241 টাকা দামের প্ল্যান
- Jio-এর 301 টাকা দামের প্ল্যান
- Jio-এর 222 টাকা দামের প্ল্যান: কোম্পানির 222 টাকা দামের প্ল্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। এছাড়া এই প্ল্যানে কোনো ভয়েস কল বা এসএমএসের সুবিধা পাওয়া যায় না।
- Jio-এর 181 টাকা দামের প্ল্যান: কোম্পানির 222 টাকা প্ল্যানের থেকে 41 টাকা সস্তা এই প্ল্যানে ইউজারদের মোট 30 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটিও 30 দিন। এছাড়া এই প্ল্যানেও ভয়েস কল বা এসএমএসের কোনো সুবিধা পাওয়া যায় না।
- Jio-এর 241 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানে মোট 40GB ডেটা পাওয়া যায়। ভয়েস কল এবং এসএমএসের সুবিধা ছাড়া এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
- Jio-এর 301 টাকা দামের প্ল্যান: 30 দিন ভ্যালিডিটির এই ডেটা অ্যাদ-অন-প্যাকে 50 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির দাম বাদে সমস্ত বেনিফিট কোম্পানির 222 টাকা দামের প্ল্যানের মতোই। তাই কোম্পানি ভবিস্যতে এই প্ল্যানটি তাদের সাইট থেকে সরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ফ্রিতে পাওয়া যাচ্ছে ট্রান্সপারেন্ট লুক সহ Nothing Phone 1, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন